শিবরাজ সিং চৌহ্বান (Shivraj Singh Chouhan) বললেন, প্রশান্ত কিশোরকে নিয়োগ করলেও, ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে ফলদায়ক হবে না(ফাইল ছবি)
কলকাতা: ২০২১-এ বিধানসভা নির্বাচন রাজ্যে। তার আগে দলের ভিত আরও মজবুত করতে ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) নিয়োগ করেছে তৃণমূল কংগ্রেস। তবে বুধবার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির জাতীয় সহসভাপতি শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) বললেন, প্রশান্ত কিশোরকে নিয়োগ করলেও, ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে ফলদায়ক হবে না, এবং বঙ্গের ক্ষমতা দখল করবে বিজেপি।দলের কর্মী নিয়োগ সংক্রান্ত কর্মসূচী উপলক্ষ্যে কলকাতায় রয়েছেন শিবরাজ সিং চৌহান। সেখানে তিনি (Shivraj Singh Chouhan) বলেন, “প্রশান্ত কিশোরকে ভোটের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা, তৃণমূলকে ক্ষমতায় ফিরতে কোনও সাহায্য করবে না, কারণ, পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরাতে দ্বিতীয়বার স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়েছেন বিজেপি কর্মীরা”।
এদিনের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের “দিদিকে বলো” হেল্পলাইনকে কটাক্ষ করেন শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan)।
সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এ রাজ্যে ভাল ফল করেছে বিজেপি। ২০১৪ লোকসভা নির্বাচনে ২টি আসন পেলেও, এবারে তারা পেয়েছে ১৮টি আসন, অন্যদিকে, ২০১৪ লোকসভা নির্বাচনে ৩৪ আসন পাওয়া তৃণমূল কংগ্রেস নেমে এসেছে ২২-এ। ফলে চিন্তা বেড়েছে রাজ্যের শাসকদলের। পাশাপাশি কাটমানিসহ একাধিক ইস্যুতে দলের নেতাদের ওপর ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের।
রাজ্যে দ্রুত গতিতে বিজেপির বাড়বাড়ন্ত এবং দলের উন্নতি, দুদিকেরই উন্নতি ঘটাতে প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)