Read in English
This Article is From Jan 23, 2019

রাজনীতির আঙিনায় প্রিয়াঙ্কা, প্রতিক্রিয়া বিরোধী প্রশান্ত কিশোরের

উত্তরপ্রদেশের পূর্বাংশে দলের সাধারণ সম্পাদক হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

Advertisement
অল ইন্ডিয়া

প্রিয়াঙ্কা গান্ধী বঢরার রাজনীতিতে প্রবেশ সম্পর্কে প্রশান্ত কিশোর বলেন, “যার জন্য দীর্ঘ প্রতীক্ষা, তাঁর প্রবেশ”।

নিউ দিল্লি :

অতীতে নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের নির্বাচনী সাফল্যের কারিগর প্রশান্ত কিশোরের থেকে স্বাগতবার্তা পেলেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তাঁকে উত্তর প্রদেশের পূর্বাংশের সাধারণ সম্পাদক করার ঘোষণা হওয়ার পরেই ট্যুইট করেন প্রশান্ত কিশোর। প্রিয়াঙ্কা যে এলাকার সাধারণ সম্পাদক হয়েছেন, নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীও সেই এলাকাভুক্ত।

  প্রিয়াঙ্কাকে স্বাগত জানিয়ে তাঁর বার্তা, “ভারতীয় রাজনীতিতে যার জন্য দীর্ঘপ্রতিক্ষা, তিনি এলেন! মানুষ সময়, স্থান, দায়িত্ব নিয়ে বিচার করবেন, আমার মনে হয়, অবশেষে তিনি হাল ধরলেন প্রিয়াঙ্কা গান্ধী”। গত বছর নীতিশ কুমারের জেডিইউ-এর মাধ্যমে রাজনীতির আঙিনায় পা রাখেন প্রশান্ত কিশোর।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে  শুরু করে নীতিশ কুমারের জন্য কাজ করেছেন তিনি। সাফল্যের স্বপ্নের দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। তবে ২০১৭ সালে কংগ্রেসের হয়ে কাজ করেন, সেবার কংগ্রেসের পরাজয় প্রশান্ত কিশোরের সাফল্যে ক্ষত এঁকে দেয়।

Advertisement

তাঁর এই ট্যুইট বার্তায় অন্তুষ্ট  হতে পারেন জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী তথা প্রশান্ত কিশোরের মেন্টর নীতিশ কুমার।

 

Advertisement
Advertisement