Read in English
This Article is From Jan 14, 2019

কুম্ভমেলায় আগুন লাগল, তারপর কী হল!

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন লাগে।দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • প্রয়াগরাজে কুম্ভমেলার একটি ক্যাম্পে আগুন লাগে
  • সংবাদ সংস্থা গুলির দাবি খুবই কম সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে
  • প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার ফেটেই আগুন ছড়িয়েছে

কুম্ভমেলার দিগম্বর আখরায় সোমবার সকালে আগুন লাগে।তবে হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছেন, নিরাপত্তাকর্মীরা। সংবাদসংস্থাকে দমকলকর্মীরা জানিয়েছেন, খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন লাগে।দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর।দ্রুত জায়গাটি পরিষ্কার করে ফেলা হয়। ঘটনাস্থলে  ১০ টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। তবে  সেগুলিকে ব্যবহার করা  হয়নি।

 

১৫ জানুয়ারি থেকে  শুরু হতে চলা কুম্ভ মেলায় এ বছর ১২ কোটিরও বেশি মানুষ আসবেন বলে মনে করছে  প্রশাসন। এত ভিড় হয় বলে কুম্ভ মেলাকে  বিশেষ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।এরপরে হরিদ্বারে বসবে  কুম্ভমেলার আসর। তারপর উজ্জয়িনে  হবে  মেলা। প্রয়াগরাজে মেলা ভালভাবে করতে ২ হাজার ৮০০ কোটি টাকা খরচ করছে  যোগী সরকার।

Advertisement

শুধু  অর্থ নয় জায়গার দিক থেকেও এবারের কুম্ভ আগেরটির থেকে বড়। এবার ৩,২০০ হেক্টর জায়গা  জুড়ে হচ্ছে  মেলা। উত্তরপ্রদেশের পর্যটন দপ্তর বলছে  গতবারের থেকে এবার প্রায় দ্বিগুণ জায়গা জুড়ে মেলা হচ্ছে।

 দেশের চার জায়গায় প্রতি চার বছর পর পর হয়  কুম্ভ  মেলা। এর আগে  ২০১৫ সালে  মহারাষ্ট্রের নাসিকে  হয়েছিল কুম্ভ মেলা। এবার আগামী কাল  থেকে  আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে। তার আগে  প্রত্যাশামতোই প্রচুর মানুষ ভিড় করেছেন। এরই মধ্যে  এমন একটা  ঘটনা ঘটায় প্রশাসনের দুশ্চিন্তা কিছুটা বাড়ল।

Advertisement

 

Advertisement