সোমবার সকাল ন’টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই শুরু হয় অনশন।
কলকাতা: হিন্দু হোস্টেল নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ এবার পৌঁছে গেল আমরণ অনশনে। মাসখানেক আগেই প্রেসিডেন্সির ঠিক পাশের মেডিক্যাল কলেজের একদল পড়ুয়াও হোস্টেল নিয়ে অসন্তোষের জেরে আমরণ অনশন শুরু করেছিল। গত তেসরা অগস্ট থেকে 50 জন পড়ুয়া বিক্ষোভ অবস্থানে বসেছিল বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যেই। অনির্দিষ্টকালের জন্য অনশনে বসল তাদের মধ্যে আটজন। “সকাল ন’টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই শুরু হয় অনশন। যতদিন না হিন্দু হোস্টেলের দুটো ব্লকে এই পঞ্চাশজন পড়ুয়ার থাকার বন্দোবস্ত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ততদিন এই অনশন চলবে”, সংবাদসংস্থা পিটিআইকে এই কথা জানায় ওই বিক্ষুব্ধ পড়ুয়াদের একজন।
এই ব্যাপার নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, “আমরা পড়ুয়াদের প্রতিশ্রুতি দিয়েছি যে, হিন্দু হোস্টেলের সংস্কারের পর তাকে থাকার উপযুক্ত বলে পিডব্লিউডি ঘোষণা করলেই আমরা সেখানে পড়ুয়াদের থাকার বন্দোবস্ত করে দেব। আশা করব তারা পরিস্থিতিটা বুঝবে”।