This Article is From Jul 13, 2018

ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে প্রেসিডেন্সির পড়ুয়ারা

ভর্তির ফি 100 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করে দেওয়ায় এই প্রতিবাদ অবস্থান সংগঠিত হয়

ভর্তির ফি বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে প্রেসিডেন্সির পড়ুয়ারা

এই বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা ও কাউন্সেলিং মেধা তালিকার ওপর ভিত্তি করে পরিচালিত হয়।

কলকাতা:

ছাত্র বিক্ষোভে উত্তাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। স্নাতকস্তরের ভর্তির ফি অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে গতকাল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান বিক্ষোভ করল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও উচ্চপদস্থ আধিকারিকদের অফিসের বাইরে ভর্তির ফি 100 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করে দেওয়ায় এই প্রতিবাদ অবস্থান সংগঠিত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন এসএফআইয়ের এক মুখপাত্র।ইন্ডিপেনডেন্ট কনসোলিডেশন বা আইসি’র সদস্যরাও ওই বিক্ষোভে যোগ দেয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস কোঙার বলেন, “এই পুরো কাউন্সেলিং প্রক্রিয়াতেই বিশ্ববিদ্যালয়ের কোনও হাত নেই। এই পুরো কাউন্সেলিং প্রক্রিয়াটিই পরিচালিত হচ্ছে পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের দ্বারা। এই ফি বৃদ্ধি তাদেরই সিদ্ধান্ত”।

2018 সালের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের প্রবেশিকা পরীক্ষাটি পরিচালনা করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্নাতকস্তরের এই পরীক্ষাটির কাউন্সেলিং পরিচালিত হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের দ্বারা।

এই বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা ও কাউন্সেলিং মেধা তালিকার ওপর ভিত্তি করে পরিচালিত হয়। মেধা তালিকার ক্রমানুযায়ী তারিখ ও সময় মেনে কাউন্সেলিং-এর জন্য ডাকা হয় সংশ্লিষ্ট পড়ুয়াদের।

“আচমকা 500 টাকা ফি ঘোষণা করে দেওয়ায় নিম্নবিত্ত পরিবার থেকে আসা পড়ুয়ারা সমস্যার সম্মুখীন হবে”, বলেন ছাত্র ইউনিয়নের এক সদস্য।

প্রথম ধাপের কাউন্সেলিং ও প্রবেশিকা পরীক্ষা হবে 17 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত। দ্বিতীয় ধাপের কাউন্সেলিং হবে 22 অগস্ট ও 23 অগস্ট।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.