This Article is From Nov 06, 2018

চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউটের সঙ্গে মউ স্বাক্ষর করল প্রেসিডেন্সি

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের সঙ্গে একটি মউ'তে স্বাক্ষর করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

Advertisement
অল ইন্ডিয়া Translated By
কলকাতা:

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের সঙ্গে একটি মউ'তে স্বাক্ষর করল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এর ফলে গবেষকরা জরায়ুর ক্যানসারের ক্ষেত্রে ডিএনএ'র বিন্যাসের ভূমিকা জানতে পারবেন আরও দ্রুত।  ডিএনএ'র বিন্যাস নিয়ে কাজ হচ্ছে দীর্ঘদিন ধরে৷ কিন্তু নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং (এনজিএস) আসলে একটি নতুন ধারণা, জানান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভীক সাহা। 

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইন্সটিটিউটের সঙ্গে প্রেসিডেন্সির মউ স্বাক্ষর নিয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া বলেন দেশের অন্যতম প্রাচীন গবেষণাকেন্দ্রের সঙ্গে প্রেসিডেন্সির এই গাঁটছড়া বাধার ফলে উপকৃত ছাত্রছাত্রী, গবেষক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সকলেই। 

"ভাইরাস ছাড়াও এই বিশেষ ধরনের ক্যানসারটি আর অন্য কোনও কারণ থেকে হতে পারে কি না, তা আমরা জানতে পারব এই গবেষণার মাধ্যমে", বলেন অভীক সাহা।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement