This Article is From May 04, 2020

এবছরের শেষেই করোনা ভ্যাকসিন হাতে আসবে আমেরিকার: দাবি ডোনাল্ড ট্রাম্পের

ট্রাম্প বলেন, "আমি বিশ্বাস করি যে এবছরের শেষের মধ্যেই আমাদের হাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন চলে আসবে।"

এবছরের শেষেই করোনা ভ্যাকসিন হাতে আসবে আমেরিকার: দাবি ডোনাল্ড ট্রাম্পের

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প করোনার ভ্যাকসিন নিয়ে আশাবাদী

হাইলাইটস

  • এবছরের শেষেই করোনা ভ্যাকসিন হাতে আসবে
  • আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন
  • সেপ্টেম্বরে স্কুল এবং ইউনিভার্সিটি খোলার চেষ্টা করা হবে

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) জানিয়েছেন এবছরের শেষেই করোনা ভাইরাসের ভ্যাকসিন তাদের হাতে চলে আসবে। ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়াল থেকে সম্প্রচারিত ফক্স নিউজের "টাউন হল" অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ট্রাম্প বলেন, "আমি বিশ্বাস করি যে এবছরের শেষের মধ্যেই আমাদের হাতে করোনা ভাইরাসের ভ্যাকসিন (Coronavirus Vaccine) চলে আসবে।" মানব দেহে গবেষণার ঝুঁকি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, "তারা স্বেচ্ছাসেবক। তারা জানে যে তারা কী করছে।" পাশাপাশি ট্রাম্প আরও জানান যে সেপ্টেম্বরে স্কুল এবং বিশ্ববিদ্যালয় খোলার চেষ্টা করা হবে। তিনি চান যে বাচ্চারা স্কুল, বিশ্ববিদ্যালয়ে যাওয়া শুরু করুক।

করোনা ভাইরাসের (Coronavirus) ভ্যাকসিন তৈরি করার জন্য সমস্ত দেশই আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিছু দেশে ভ্যাকসিনের ট্রায়াল বা পরীক্ষাও শুরু হয়ে গেছে। ট্রাম্প জানিয়েছেন যদি অন্য দেশ করোনা ভাইরাসের  ভ্যাকসিন আবিষ্কার করতে পারে আগে, তাতেও তিনি খুশিই হবেন। "কে ভ্যাকসিন তৈরি করল তাতে আমার কিছু যায় আসে না, এখন আমি শুধু চাই এমন একটি ভ্যাকসিন হাতে আসুক যা এই মারণ ভাইরাসকে আটকে দিতে পারে," বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

.