নয়াদিল্লি: করোনা ভাইরাসের (Coronavirus) কবলে ভারত সহ সারা বিশ্ব, করোনার আতঙ্ক গ্রাস করেছে বিশ্বের তাবড় দেশকে, এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ( Ram Nath Kovind) জানিয়ে দিলেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবার প্রথাগতভাবে হোলিতে রাষ্ট্রপতি ভবনে (Rashtrapati Bhavan) হোলির কোনও অনুষ্ঠান হবে না। ১০ মার্চ হোলির অনুষ্ঠান।বিশ্বজুড়ে করোনা ছোবলে এখনও পর্যন্ত ৩,০০০ জনের মৃত্যু হয়েছে এবং ভারতে আক্রান্তের সংখ্যা ২৮ জন।
হোলিকে একে অপরকে রং মাখিয়ে তা উদযাপন করা হয়, ফলে এখানে একে অপরের শারিরীক সংযুক্তি ঘটে। ফলে যাতে ভাইরাস না ছড়াতে পারে, তারজন্যই এই সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে।
বুধবার ভারতে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা লাফিয়ে বেড়েছে অনেকটা, ১৫ জন ইতালির নাগরিক এবং একজন ভারতীয়ের শরীরে করোনার জীবানু মিলেছে। গত বছরের ডিসেম্বরে চিনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে এখনও পর্যন্ত ৬০টি দেশে তা ছড়িয়েছে, এবং ৯০,০০০ মানুষ আক্রান্ত।
২১টি শহরে নজরদারি শুরু করা হয়েছে, বিমানবন্দরেও চলছে পরীক্ষা নিরীক্ষা। গত দুমাসে এখনও পর্যন্ত বিমানবন্দরে ৬ লক্ষ মানুষের পরীক্ষা করা হয়েছে।