This Article is From Aug 14, 2020

করোনা যোদ্ধাদের প্রতি চিরঋণী জাতি: স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

এদিন তিনি গালোয়ান উপত্যকায় শহিদ ২০ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন

করোনা যোদ্ধাদের প্রতি চিরঋণী জাতি: স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি।

নয়াদিল্লি:

৭৪তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। করোনা যোদ্ধাদের (Corona Warriors) কাছে গোটা জাতি ঋণী। এই ভাষাতেই তিনি বক্তব্য শুরু করেছেন। তিনি আরও বলেছেন, "এবছর স্বাধীনতা দিবস উদযাপন করোনা সংক্রমণের (Amid Covid-19) জন্য নিয়ন্ত্রিত করা হয়েছে। এই মহামারী সব কাজ বিঘ্নিত করেছে। এবং অনেক প্রাণ কেড়েছে। সরকারি তরফে এই মহামারী নিয়ন্ত্রণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা অতিমানবীয়। সেই উদ্যোগ সফল হওয়াতে আমরা অনেক মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছি। এবং অতিমারীর সংক্রমণ নিয়ন্ত্রণে রেখেছি। যা গোটা বিশ্বের কাছে নিদর্শন।"

করোনা যোদ্ধাদের বার্তা দিতে গিয়ে তিনি বলেছেন, "করোনা যোদ্ধারা নিজেদের সামর্থ্যের বাইরে বেরিয়ে কাজ করেছেন এবং জরুরি পরিষেবা চালু রাখতে সাহায্য করেছেন।" এদিন তিনি গালোয়ান উপত্যকায় শহিদ ২০ জওয়ানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গঠনের উদ্যোগে সামিল হতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি।

 

.