This Article is From Jan 31, 2020

সিএএ পাস করানো হয়েছে বাপুর স্বপ্ন পূরণ করতেই, রাষ্ট্রপতির বক্তব্যের বিরোধিতায় বিরোধীরা

Citizenship Amendment Act: রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিক্রিয়ায় ডেস্ক চাপড়ে প্রশংসা ব্যক্ত করে বিজেপি। একই সঙ্গে শুরু হয় বিরোধীদের ‘‘শেম শেম’’ ধ্বনি।

সিএএ পাস করানো হয়েছে বাপুর স্বপ্ন পূরণ করতেই, রাষ্ট্রপতির বক্তব্যের বিরোধিতায় বিরোধীরা

Budget Session: সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

হাইলাইটস

  • সংসদের যৌথ অধিবেশনে সিএএ-র পক্ষ নিয়ে বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি
  • গান্ধিজির স্বপ্ন পূরণ করতেই ওই আইন পাস করানো হয়েছে, বলেন তিনি
  • প্রতিবাদে বিরোধীরা ‘‘শেম শেম’’ ধ্বনি তোলে
নয়া দিল্লি:

একদিকে শাসক বিজেপির (BJP) প্রশংসার করতালি। অন্যদিকে বিরোধী দলের ‘‘শেম শেম'' ধ্বনি। শুক্রবার সংসদে সংশোধিত নাগরিকত্ব বিল বা সিএএ (CAA) নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (President Ram Nath Kovind) প্রতিক্রিয়ায় এভাবেই ভিন্ন ছবি দেখা গেল। এদিন সিএএ-র প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, "আমাদের জাতির জনক মহাত্মা গান্ধিজি দেশভাগের পরে বলেছিলেন যে পাকিস্তান এবং বাংলাদেশের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুরা যদি  এ দেশে এসে আশ্রয় প্রার্থনা করে তবে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত। আমাদের জাতির জনকের সেই ইচ্ছাকে অবশ্যই সম্মান জানাতে হবে। আমি তৃপ্ত এই জন্যে যে বাপুর ইচ্ছা বাস্তবায়নের জন্য সংসদের উভয় কক্ষের সাংসদরা মিলে নাগরিকত্ব সংশোধনী আইনটি পাস করেছেন।"

রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিক্রিয়ায় ডেস্ক চাপড়ে প্রশংসা ব্যক্ত করেন বিজেপি সাংসদরা। কিন্তু একই সঙ্গে শুরু হয় বিরোধীদের ‘‘শেম শেম'' ধ্বনি।

"বাজেট অধিবেশনে অর্থনীতি নিয়ে বিশদ আলোচনার আশা রাখছি": প্রধানমন্ত্রী Narendra Modi

এদিন সংসদের যৌথ অধিবেশনে বাজেট অধিবেশনের প্রথাগত সূচনা হয় রাষ্ট্রপতির ভাষণের মধ্যে দিয়ে। বিরোধীরা প্রতিবাদে সামনের আসন ত্যাগ করে। কেবলমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সেখানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে। কংগ্রেসের অন্তবর্তী সভাপতি সনিয়া গান্ধি যদিও পিছনের সারিতে কংগ্রেস সাংসদদের সঙ্গে বসেছিলেন।

তাঁর ভাষণের শুরুতে রাষ্ট্রপতি বলেন, ‘‘আমার সরকার জনাদেশ পেয়েছে ‘নতুন ভারত' তৈরি করার জন্য। আমার সরকার সেটাই করার চেষ্টা করছে।''

রাষ্ট্রপতি আরও বলেন, ‘‘কোনও কিছু হওয়ার আগে সবার প্রথমে আমরা ভারতের নাগরিক। এবং নাগরিক হিসেবে ব্যক্তিগত বিশ্বাস ও আকাঙ্ক্ষার আগে থাকে দেশ।''

"উনি ভাগ্যবান": মহিলা প্রতিবাদীর বিরুদ্ধে দিলীপ ঘোষের অবমাননাকর মন্তব্য

তিনি আরও বলেন, ‘‘২০১৯ সালে অনেকগুলি যুগান্তকারী সিদ্ধান্ত দেখেছে। জম্মু ও কাশ্মীর নিয়ে সংসদের সিদ্ধান্ত তার অন্যতম। আমি জম্মু ও কাশ্মীর এবং লাদাখ— দুই কেন্দ্রশাসিত অঞ্চলের মানুষকেই অভিনন্দন জানাতে চাই। এবার তারা দেশের বাকি অঞ্চলের মতোই সুবিধা ভোগ করবে।'' ওই দুই অঞ্চলের উন্নয়ন দ্রুতগতিতে শুরু হয়ে গিয়েছে বলে জানান তিনি। 

রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার তার দ্বিতীয় মেয়াদের প্রথম সাত মাসে বেশ কয়েকটি যুগান্তকারী আইন প্রণয়ন করে রেকর্ড তৈরি করেছে। "আমার সরকার এই দশকে ভারতের দশক এবং এই শতাব্দীকে ভারতের শতাব্দী হিসাবে গড়ে তোলার জন্য কঠোর ও নির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে", একথাও বলেন তিনি ।

.