আগামী এক বছর ৩০ শতাংশ কম বেতন নেবেন প্রধানমন্ত্রী সহ সব সাংসদ।
নয়াদিল্লি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ও অন্যান্য রাজ্যপালরা সিদ্ধান্ত নিলেন আগামী এক বছর তাঁরা তাঁদের বর্তমান বেতন থেকে ৩০ শতাংশ কম নেবেন। করোনার মোকাবিলায় ও অর্থনৈতিক বিপর্যয় সামলাতেই এই সিদ্ধান্ত। একই ভাবে সংসদের সমস্ত সদস্যই তাঁদের বেতন ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। ওই অর্থ চলে যাবে প্রধানমন্ত্রীর তহবিলে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর একথা জানিয়েছে সরকার। পাশাপাশি মন্ত্রিসভায় এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ২ বছরের সাংসদ তহবিলও বাতিল করা হল। ওই তহবিলের ৭,৯০০ কোটি টাকাও প্রধানমন্ত্রীর তহবিলে যাবে বলে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন।
সোমবার এই বৈঠক হয় বিজেপি কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের পর। তাঁর ভাষণে প্রধানমন্ত্রী সকলকে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।