Sabarmati Ashram: ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প সবরমতী আশ্রমে গিয়ে চরকা ঘোরাচ্ছেন
হাইলাইটস
- আমেদাবাদের সবরমতী আশ্রম পরিদর্শনে গেলেন সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্প
- আশ্রমে গিয়ে চরকায় সুতো কাটাও শিখলেন মার্কিন প্রেসিডেন্ট
- 'হৃদয় কুঞ্জ'-এ তাঁদের গুজরাটি খাবার পরিবেশন করা হল
আমেদাবাদ: সোমবার ভারত সফরে (Donald Trump's India Visit) এসে গুজরাটের আমেদাবাদে গান্ধিজির স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রম (Sabarmati Ashram) পরিদর্শনে যান ডোনাল্ড ট্রাম্প, তাঁর সঙ্গে ছিলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। গান্ধি আশ্রমে (Ahmedabad) গিয়ে হাত দিয়ে চরকা ঘোরাতেও দেখা গেল তাঁদের (Donald Trump)। মহাত্মা গান্ধিজির স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ওতোপ্রোতোভাবো যুক্ত ছিল এই চরকাটি। গুজরাটের বিমান বন্দরে উপস্থিত থেকে নিজে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর সেখান থেকেই তাঁদের সঙ্গে করে সবরমতী আশ্রমে নিয়ে যান তিনি। গোটা আশ্রমটি তাঁদের ঘুরিয়ে দেখান প্রধানমন্ত্রী। ওই আশ্রমে থাকা মহাত্মা গান্ধির একটি ছবিতে সস্ত্রীক মালা দেন ডোনাল্ড ট্রাম্প।
"নমস্তে ট্রাম্প", বিমানবন্দরে ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী: ১০ তথ্য
ডোনাল্ড ট্রাম্প সবরমতী আশ্রমে দর্শনার্থীদের মন্তব্য লেখার খাতায় "প্রিয় বন্ধু মোদিকে আমি এই অসাধারণ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই", এইভাবে নিজের ভাললাগা লিখলেও ওই খাতায় একবারও মহাত্মা গান্ধির কথা উল্লেখ করেননি তিনি।
সবরমতী আশ্রমের "ভিজিটরস বুক"-এ নিজের মন্তব্য লিখলেন ডোনাল্ড ট্রাম্প
সবরমতী আশ্রমে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং তাঁর মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। ছিলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। মার্কিন প্রতিনিধি দলটিও গান্ধিজির স্মৃতিধন্য আশ্রমে যান।সেখানে গুজরাটি সুস্বাদু খাবার খান তিনি। ব্রকোলি এবং ভুট্টার পুর দিয়ে তৈরি সিঙাড়া, আপেল পাই এবং কাজু কাটলির সঙ্গে তাঁদের চা পান করতে দেওয়া হয়। আশ্রমের 'হৃদয় কুঞ্জ' তে ১৫ মিনিট মতো ছিলেন তাঁরা। এই 'হৃদয় কুঞ্জ'-এই মহাত্মা গান্ধি ১৩ বছর বাস করেছিলেন এবং ডান্ডি অভিযান শুরুর অঙ্গীকারও এখানেই নিয়েছিলেন তিনি।
দেখে নিন ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের এখনও পর্যন্ত সেরা ছবিগুলি
এ দেশে এসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট, ধর্মীয় স্বাধীনতা সহ নানা বিষয়ে আলোচনার সম্ভাবনাও রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে হোয়াইট হাউস। ভারত সফরের দ্বিতীয় দিনে মার্কিন প্রেসিডেন্টের ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়াও উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। পাশাপাশি প্রতিরক্ষা ও বাণিজ্য বিষয়েও প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তিনি।