This Article is From Sep 13, 2018

দেশের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন রঞ্জন গগৈ

দেশের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন রঞ্জন গগৈ।

দেশের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন রঞ্জন গগৈ

3 অক্টোবর প্রধান বিচারপতি পদে শপথ নেবেন রঞ্জন গগৈ (ফাইল)

নিউ দিল্লি:

দেশের নতুন প্রধান বিচারপতি হচ্ছেন রঞ্জন গগৈ। পরের মাসের তিন তারিখ শপথ নেবেন তিনি। সপ্তাহ খানেক আগে বর্তমান প্রধান বিচারপতি দীপক মিশ্র কেন্দ্রীয় সরকার চিঠি লিখে জানান, তাঁর জায়গায় ওই পদে আসবেন রঞ্জন। সেই মতো তাঁর নাম ঘোষণা হল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আনুষ্ঠানিক ভাবে তাঁকে নিয়োগ করলেন। অক্টোবর মাসের 2 তারিখ দীপক মিশ্রর কার্যকাল শেষ হবে। কিন্তু ওই দিন ছুটি থাকায়। পরের মাসের এক তারিখ তাঁর শেষ কর্মদিবস হতে চলেছে।   বিচারপতি গগৈয়ের জন্ম 1954 সালে।  1978 সালে আইনজীবী হিসেবে গুয়াহাটি হাইকোর্টে কাজ শুরু  করেন তিনি। ধীরে ধীরে গুয়াহাটি হাইকোর্ট এবং পাঞ্জাব হাইকোর্টে  বিচারপতি হিসেব কাজ করেন। 2012 সালের 23 এপ্রিল তিনি যোগ দেন সুপ্রিম কোর্টে। গত জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের যে চার বিচারপতি প্রধান বিচারপতি দীপক মিশ্রর বিরুদ্ধে পদের অপব্যবহার করার অভিযোগ করে  সাংবাদিক  সম্মেলন করেন তাঁদের মধ্যে ছিলেন রঞ্জন গগৈও।

 

.