This Article is From Jan 23, 2019

সঙ্ঘ প্রচারক থাকার সময় বাসন মেজেছি, সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী মোদী

এক ডাকে তাঁকে গোটা  বিশ্ব চেনে। তাঁর প্রতিটি কথা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে গোটা দেশ।

সঙ্ঘ প্রচারক থাকার সময় বাসন মেজেছি, সাক্ষাৎকারে বললেন প্রধানমন্ত্রী মোদী

এক ডাকে তাঁকে গোটা  বিশ্ব চেনে। তাঁর প্রতিটি কথা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে গোটা দেশ।

হাইলাইটস

  • দীপাবলির পাঁচ দিন জঙ্গলে গিয়ে থাতাম জানালেন প্রধানমন্ত্রী মোদী
  • হিউম্যানস অফ বম্বে পেজের সঙ্গে কথা হচ্ছিল প্রধানমন্ত্রীর
  • নিজের জীবনের আজানা কথা বলেলেন প্রধানমন্ত্রী
নিউ দিল্লি:

এক ডাকে তাঁকে গোটা  বিশ্ব চেনে। তাঁর প্রতিটি কথা শুনতে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে গোটা দেশ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ধরা দিলেন এক অন্য মেজাজে। হিউমসম্যান অফ বম্বে নামে জনপ্রিয় ফেসবুক পেজে  সাক্ষাৎকার দিলেন তিনি। সেখানে জীবনের নানা সময়ের গল্প ভাগ  করে নিলেন মোদী। কয়েকটি পর্বে  এই সাক্ষাৎকারটি তুলে  ধরা হয়েছে।  তাতে  যেমন মোদীর জঙ্গলের জীবন সম্পর্কে বলা  হয়েছে  তেমনি বলা  হয়েছে সঙ্ঘ প্রচারক হয়ে ওঠার কাহিনিও। মোদী বলেছেন,  ‘হিমালয় থেকে ফিরে এসে মনে হয়েছিল নিজের জীবন সমাজের সেবার জন্য নিয়োজিত করতে হবে। তাই জঙ্গল থেকে ফেরার পরই আমি  আমেদাবাদ চলে  গিয়েছিলাম। বড় শহরে ওটাই আমার প্রথম থাকা। সেখানেই কাকাকে মাঝে মাঝে ক্যান্টিনের কাজে সাহায্য করতাম। ঘটনাচক্রে আরএসএসের সঙ্গে যুক্ত হয়ে গেলাম। পূর্ণ সময়ের জন্য প্রচারক হলাম। তখনই আমার মানুষের  কাছে  আসা।আরএসএসের অফিসে  সতীর্থদের জন্য চা বানিয়েছি, বাসন মেজেছি।'

আরও পড়ুনঃ বড় পদ দিয়ে সক্রিয় রাজনীতির ইনিংস শুরু করলেন প্রিয়াঙ্কা

হিমালয়ে থাকতে থাকতে অভ্যাসে কিছুটা বদল এসেছিল। তাই জীবনের ভারসাম্য ঠিক রাখতে প্রতি বছর দীপাবলির পর পাঁচ দিনের জন্য জঙ্গলে চলে যেতাম। এটা বেশি কেউ  জানে না। পাঁচ দিন চলার মতো খাবার নিয়ে নিতাম। তখন টিভি বা ইন্টারনেটের যুগ ছিল না আর আমি খবরের কাগজ এবং রেডিওর থেকে  পাঁচ দিন বিরতি নিতে চাইতাম ।

.