This Article is From Jul 28, 2019

মন কি বাত অনুষ্ঠানে সমস্ত রাজ্যকে জল সংরক্ষণের ডাক দিলেন প্রধানমন্ত্রী মোদি

‘মন কি বাত’ অনুষ্ঠানে ফের জল বাঁচানোর উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মন কি বাত অনুষ্ঠানে সমস্ত রাজ্যকে জল সংরক্ষণের ডাক দিলেন প্রধানমন্ত্রী মোদি
নিউ দিল্লি:

রবিবার সকালে রেডিওবার্তা ‘মন কি বাত' (Mann Ki Baat) অনুষ্ঠানে ফের জল বাঁচানোর (water conservation) উপরে জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী মোদির এইটি অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। অনুষ্ঠানের শুরুতেই তিনি বলেন যে, বই পড়ে সেই বইয়ের জ্ঞান ও বই সম্পর্কে তথ্য নিজেদের মধ্যে ভাগ করে নিলে মানুষের জ্ঞানের পরিসর আরও বাড়ে। এই নিয়ে মানুষকে অনুরোধও করেন তিনি। তিনি খুশি যে মানুষজন তাঁর কথা মতো ‘নরেন্দ্র মোদি মোবাইল অ্যাপ' ডাউনলোড করে তাঁরা যে যা বই পড়ছেন তা নিয়ে জ্ঞান ভাগ করে নিচ্ছেন এবং বিষয়টি দুর্দান্ত সাড়া ফেলেছে। 

মন কি বাতের (Mann Ki Baat) হাইলাইটস দেখে নিন: 

  • আমি খুশি যে ‘নরেন্দ্র মোদি মোবাইল অ্যাপ'(Narendra Modi Mobile App)-এ আপনারা যে সমস্ত বই পড়েছেন সেগুলির সম্পর্কে জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য আমি যে অনুরোধটি করেছিলাম তা দুর্দান্ত সাড়া ফেলেছে।
     
  • মানুষজন কী পড়ছে তার বিশদ বিবরণ নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে।
     
  • আসুন আমরাও পড়তে থাকি এবং জ্ঞান ভাগ করে নিই।
     
  • জল সংরক্ষণের জন্য ঝাড়খণ্ডের জনগণের প্রচেষ্টা প্রশংসনীয়। 
     
  • জল নীতি নিয়ে কাজ করে, অপূর্ব রাজ্য মেঘালয় একটি সুন্দর ভবিষ্যৎ পদক্ষেপ করেছে। 
     
  • জল সংরক্ষণ এবং কৃষকদের সাথে কাজ করার ক্ষেত্রে হরিয়ানা দুর্দান্ত কিছু কাজ করছে।
     
  • জল সংরক্ষণের জন্য কমিউনিটির প্রচেষ্টাও নজর কাড়ছে। 
     
  • জল সংরক্ষণের ক্ষেত্রে আরও বেশি সংবেদনশীলতা বাড়ছে এবং এটি একটি ভাল লক্ষণ।
     
  • দেশের তরুণ চ্যাম্পিয়নদের কৃতিত্ব প্রত্যেক ভারতীয়কে গর্বিত করে তুলেছে।
     
  • আজ #মনকিবাত-এর মাধ্যমে আমি শিক্ষার্থীদের সঙ্গে, আমার তরুণ বন্ধুদের সঙ্গে বিশেষ আকর্ষণীয় প্রতিযোগিতার বিষয়ে কিছু তথ্য ভাগ করে নিতে চাই। আমি কুইজ প্রতিযোগিতায় তোমাদের আমন্ত্রণ জানাই। এই প্রতিযোগিতার বিশদ বিবরণ @mygovindia ওয়েবসাইটে পাওয়া যাবে।
  • আমি শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিষয়টিকে আকর্ষণীয় ও স্মরণীয় করে রাখার আহ্বান জানাচ্ছি। আমি বিশেষত স্কুলগুলি, অভিভাবকদের, শিক্ষকদের তাদের নিজ নিজ বিদ্যালয়ের জয় নিশ্চিত করার জন্য কঠোর প্রচেষ্টা করার আহ্বান জানাই। সকল শিক্ষার্থীকে যোগদানের জন্য উত্সাহিত করুন।

.