This Article is From Feb 16, 2020

বারাণসীতে PM Modi, করবেন ৩০-টিরও বেশি প্রকল্পের উদ্বোধন

এদিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন পটেল।

বারাণসীতে PM Modi, করবেন ৩০-টিরও বেশি প্রকল্পের উদ্বোধন

প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যোগী আদিত্যনাথ।

হাইলাইটস

  • বারাণসী লোকসভা কেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • ৩০টিরও বেশি প্রকল্পের সূচনা করবেন তিনি
  • এদিন তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
বারাণসী:

রবিবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসী (Varanasi) লোকসভা কেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এখানে ৩০টিরও বেশি প্রকল্পের সূচনা করবেন তিনি। এদিন তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন পটেল। এছাড়াও অন্য বিজেপি নেতা ও কর্মীরাও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন। রবিবার বারাণসীতে আরএসএসের প্রাক্তন ভাবাদর্শী দীনদয়াল উপাধ্যায়ের ৬৩ ফুট দীর্ঘ মূর্তির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২০০-রও বেশি শিল্পী প্রায় এক বছর ধরে কাজ করে ওই মূর্তি নির্মাণ করেছেন। এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মেমোরিয়াল সেন্টারের উদ্বোধন করার সময় ওই মূর্তিটিরও আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

"নাক গলাবেন না", কাশ্মীর ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্টকে কড়া বার্তা ভারতের

পাশাপাশি এদিন মহাকাল এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। ওই ট্রেন তিন তীর্থক্ষেত্র বারাণসী, উজ্জ্বয়নী ও ওংকারেশ্বরকে যুক্ত করবে।

"রোগী মারা যাওয়ার পর চিকিৎসক আসছেন": অমিত শাহকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

এছাড়াও তাঁর লোকসভা কেন্দ্রে একটি ৪৩০ শয্যাযুক্ত সুপার স্পেশালিটি সরকারি হাসপাতাল এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের এক মানসিক হাসপাতালেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তবে এদিন প্রথমে তিনি অংশ নেবেন শ্রী জগদগুরু বিশ্বারাধ্য গুরুকুলের শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানের।

.