বুধবার বিস্তারিত গাইডলাইন প্রকাশিত হবে বলে জানান প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: মঙ্গলবার সকাল দশটায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ঘোষণা করেন দেশব্যাপী লকডাউনের (Lockdown) সময়সীমা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হল। তবে তিনি জানিয়েছেন, ২০ এপ্রিলের পর দেশের কম আক্রান্ত অংশগুলি থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রয়োজনীয় পরিষেবা চালু করতে দেওয়া হবে। এদিন দূরদর্শনে ২৫ মিনিটের ভাষণে একথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‘৩ মে পর্যন্ত আমাদের সকলকেই লকডাউনে থাকতে হবে। এই সময়ে আমাদের সকলকেই নিয়ম মেনে চলতে হবে যেমনটা এখনও পর্যন্ত করে এসেছি। সমস্ত সহ নাগরিকদের আমার অনুরোধ ও প্রার্থনা যে নতুন করে কোনও এলাকায় কোনও মূল্যে আমরা যেন করোনা ভাইরাস ছড়াতে না দিই।''
"কাউকে বরখাস্ত করবেন না": লকডাউন জারি রাখার ঘোষণার সময় প্রধানমন্ত্রীর ৭ আবেদন
আগামী এক সপ্তাহের জন্য করোনার সঙ্গে লড়তে কঠোর ভাবে নজরদারি চালানো হবে বলে প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, ২০ এপ্রিল পর্যন্ত ‘‘সমস্ত শহর, সমস্ত থানা, সমস্ত জেলা, সমস্ত রাজ্য''-তে নজরদারি চালিয়ে দেখে নেওয়া হবে কতটা ঠিক ভাবে লকডাউন পালিত হবে।
৩ মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউন চলবে, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, ‘‘করোনা ভাইরাসের মোকাবিলায় কোন অঞ্চল কতটা সুরক্ষা অবলম্বম করছে সেদিকে লক্ষ রাখা হবে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, তাদের হটস্পট এলাকায় রাখা হবে না।'' তিনি জানান সেই সব অঞ্চলে ২০ এপ্রিল থেকে সেই সব অঞ্চলে জরুরি কাজকর্ম শুরু করা যাবে।
তবে এই অনুমতি যে শর্তসাপেক্ষ, তা জানিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ‘‘লকডাউনের নিয়ম ভাঙলে ও করোনা ভাইরাস ছড়ানোর ঝুঁকি থাকলে অনুমতি প্রত্যাহার করে নেওয়া হবে। আমাদের নিশ্চিত করতে হবে যেন আমরা নিজেরা অসাবধান না হই এবং অন্যদের অসাবধান হতে না দিই।''
দরিদ্র মানুষদের সাহায্য করার জন্যই কোনও কোনও অঞ্চলে এই সীমিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘‘যাঁরা রোজের ভিত্তিতে আয় করেন, তাঁরা আমার পরিবার। আমার অন্যতম প্রধান অগ্রাধিকার থাকবে তাঁদের সমস্যা দূরীকরণের দিকে।'' তিনি সরকারি গাইডলাইনে তাঁদের জন্য কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেন।
দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০,৩৬৩। মৃত ৩৩৯।