রবিবার ৫০,০০০ ভারতীয়-মার্কিনদের সামনে উপস্থিত হয়েছিলেন দুই নেতা।
নিউ ইয়র্ক: রবিবার ‘হাউডি মোদি' (Howdy Modi) অনুষ্ঠানে এক মঞ্চে দেখা গিয়েছিল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। মঙ্গলবার সেই মেগা ইভেন্টে দুই রাষ্ট্রনেতার মঞ্চে থাকার ছবি ডোনাল্ড ট্রাম্পকে উপহার দিলেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ অধিবেশনে দুই নেতার সাক্ষাতের সময় মার্কিন রাষ্ট্রপতির হাতে ওই ছবি তুলে দেন নরেন্দ্র মোদি। রবিবার ৫০,০০০ ভারতীয়-মার্কিনদের সামনে উপস্থিত হয়েছিলেন তাঁরা দু'জনে। প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি টুইটে জানানো হয়, ‘‘হাউস্টনের স্মৃতি, যেখানে ইতিহাস তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাউডি মোদি ইভেন্টের একটি ফ্রেমে বাঁধানো ছবি উপহার দিলেন ডোনাল্ড ট্রাম্পকে।''
ছবিতে পিছন থেকে দেখা যাচ্ছে দুই নেতাকে। তাঁরা হাজার হাজার মানুষের ভিড়ের দিকে হাত নাড়ছেন।
প্রধানমন্ত্রী মোদি অবশ্যই সামলাতে পারবেন, পাক সন্ত্রাস নিয়ে বললেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প উপহার পেয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
দেখুন ভিডিও