This Article is From Jan 12, 2020

তৈরি হবে ‘বিপ্লবী ভারত’ জাদুঘর, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী আরও জানান, কলকাতা জাদুঘর সহ দেশের পাঁচটি জাদুঘরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে।

তৈরি হবে ‘বিপ্লবী ভারত’ জাদুঘর, জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কলকাতার ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী মোদি।

কলকাতা:

শনিবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন তিনি জানিয়েছেন ‘বিপ্লবী ভারত' (Biplobi Bharat) নামের একটি জাদুঘর স্থাপনের কথা। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু সহ বাংলার বহু স্বাধীনতা সংগ্রামীদের স্থান দেওয়া হবে। কলকাতার ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। তিনি জানান, ‘‘বিপ্লবী ভারত নামে একটি জাদুঘর স্থাপিত হবে। সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু, ক্ষুদিরাম বসু, দেশবন্ধু, বাঘা যতীন, বিনয়, বাদল, দীনেশ এবং আরও বহু স্বাধীনতা সংগ্রামীকে সেখানে স্থান দেওয়া হবে।''

প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার দেশের সব হেরিটেজ নিদর্শনকে সংস্কার ও পুনর্নির্মাণ করবে। তিনি বলেন, ‘‘আমরা শুরু করব কলকাতা, দিল্লি, মু্ম্বই, আহমেদাবাদ ও বারাণসী দিয়ে।''

প্রধানমন্ত্রী আরও জানান, কলকাতা জাদুঘর সহ দেশের পাঁচটি জাদুঘরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে।

তিন‌ি বলেন, ‘‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দেশের পাঁচটি ঐতিহ্যবাহী জাদুঘরকে আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে। এটার সূচনা করা হবে কলকাতা জাদুঘরের মধ্যে দিয়ে, যেটি বিশ্বের প্রাচীনতম জাদুঘরগুলির একটি।''

তিনি বলেন, ভারতের সাংস্কৃতিক সম্ভাবনাকে নতুন রূপে বিশ্বের দরবারে তুলে ধরাই সরকারের লক্ষ্য। যাতে ভারত বিশ্বের অন্যতম বড় এক হেরিটেজ ট্যুরিজমের কেন্দ্র হয়ে উঠতে পারে।

প্রধানমন্ত্রী জানান, এরই মধ্যে কলকাতার ওল্ড কারেন্সি বিল্ডিং, ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো হেরিটেজগুলির আধুনিকীকরণের কাজ সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। 

.