This Article is From Dec 12, 2019

“ভারতের উল্লেখযোগ্য দিন”, নাগরিকত্ব বিল পাস নিয়ে বললেন প্রধানমন্ত্রী মোদি

নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয় রাজ্যসভায়, বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি এবং বিপক্ষে ১০৫টি, লোকসভার পাস হওয়ার দুদিন পর রাজ্যসভায় পাস বিলটি

“ভারতের উল্লেখযোগ্য দিন”, নাগরিকত্ব বিল পাস নিয়ে বললেন প্রধানমন্ত্রী মোদি

প্রধানমন্ত্রী মোদি বলেন, নাগরিকত্ব বিল “অনেকের দুর্দিন ঘোচাবে”

নয়াদিল্লি:

বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল (Citizenship Amendment Bill) পাস হওয়াকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), এটিকে “ভারতের একটি উল্লেখযোগ্য দিন এবং আমাদের দেশ সহানুভুতি ও ভ্রাতৃত্বের” বলে মন্তব্য করলেন তিনি। প্রতিবেশী দেশের অমুসলিম নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতির বিলটি বুধবার সংসদীয় গণ্ডি পার করে। নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯-এ আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে পালিয়ে আসা বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি এবং শিখদের ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই বিলে। বিরোধী দলগুলির বক্তব্য, এই আইন ধর্মনিরপেক্ষ সংবিধানকে ধ্বংস করে, অভিবাসীদের আইনি করা নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তর-পূর্বে।

নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয় রাজ্যসভায়, বিলের পক্ষে ভোট পড়ে ১২৫টি এবং বিপক্ষে ১০৫টি, লোকসভার পাস হওয়ার দুদিন পর রাজ্যসভায় পাস বিলটি। অনুমোদনের জন্য এবার বিলটি যাবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে।

প্রধানমন্ত্রী মোদি ট্যুইট করেন, “ভারতের একটি উল্লেখযোগ্য দিন এবং আমাদের দেশ সহানুভুতি ও সৌভাভ্রাতৃত্ব  তত্ত্ব! রাজ্যসভায় নাগরিকত্ব বিল ২০১৯ পাস হওয়ায় আনন্দিত। বিলের পক্ষে  ভোট দেওয়া সাংসদদের প্রতি কৃতজ্ঞতা। বহু বছর ধরে নিপীড়নের শিকার মানুষদের দুর্দিন ঘোচাবে এই বিল”।

.

বুধবার দুপুরে বিলটি রাজ্যসভায় পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারপরেই উত্তপ্ত বিতর্ক হয়।  ভিত্তিতে এই প্রথমবার ভারতীয় নাগরিকত্ব দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে বিলটির বিরোধিতা করে বিরোধী দলগুলি, এটি ধর্মনিরেপেক্ষ সংবিধান লঙ্ঘন করে বলে অভিযোগ করে তারা।

(এজেন্সির তথ্য সংযোজিত হয়েছে)

.