This Article is From Jun 01, 2020

"করোনা ভাইরাসকে রুখে দিতে পারে আমাদের করোনা যোদ্ধারা", বললেন প্রধানমন্ত্রী

Coronavirus: "অদৃশ্য শত্রু বনাম অদম্য যুদ্ধে, আমাদের চিকিৎসক তথা স্বাস্থ্য কর্মীরা অবশ্যই বিজয়ী হবেন", ভিডিও বার্তায় একথাই বলেন প্রধানমন্ত্রী মোদি

PM Narendra Modi: প্রধানমন্ত্রী মোদি সোমবার সকালে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বার্তা দেন

হাইলাইটস

  • দেশে মোট করোনা রোগী ১,৯০,৫৩৫ জন, মারা গেছেন ৫,৩৯৪ জন
  • গত ২৪ ঘণ্টায় এদেশে মারাত্মক ওই ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮,৩৯২ জন
  • এই অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াইয়ে জিতবেন দেশের চিকিৎসকরা, আশা প্রধানমন্ত্রীর
নয়া দিল্লি:

"করোনা ভাইরাসকে (Coronavirus) রুখে দিতে পারে আমাদের করোনা যোদ্ধারা", বললেন প্রধানমন্ত্রী (PM Modi)। নরেন্দ্র মোদির মতে, হতেই পারে যে অদৃশ্য শত্রুর মতো চুপিসাড়ে আক্রমণ করছে করোনা, কিন্তু আমাদের দেশের করোনা যোদ্ধারা, আমাদের চিকিৎসকরাও অজেয়। 

প্রধানমন্ত্রী মোদি সোমবার সকালে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বার্তা দেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বড় লাফ, নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৮,৩৯২ জন

এতদিন ধরে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণকে রুখতে লাগাতার লকডাউনের পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই অবস্থায় দেশের সামগ্রিক অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে, ওদিকে দেশে করোনা সংক্রমণের গতিও রোধ করা যায়নি। তাই এবার লকডাউন শিথিল করে ধীরে ধীরে ফের স্বাভাবিক জীবনের পথে ফেরার চেষ্টা শুরু হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে "ঐতিহাসিক সিদ্ধান্ত" নিতে পারেন প্রধানমন্ত্রী: সরকারি সূত্র

"অদৃশ্য শত্রু বনাম অদম্য যুদ্ধে, আমাদের চিকিৎসক তথা স্বাস্থ্য কর্মীরা অবশ্যই বিজয়ী হবেন", সোমবারের ভিডিও বার্তায় একথাই বলেন প্রধানমন্ত্রী মোদি।

.