কোনও ব্যক্তি এমনকী নেতাও, ভারতে আইনের ঊর্দ্ধে নয়, বললেন প্রধানমন্ত্রী মোদি
নয়াদিল্লি: করোনা ভাইরাসের (Coronavirus) আবহে কেন্দ্রীয় সরকারের জারি করা নিয়ম, তারমধ্যে রয়েছে মাস্ক পরা বাধ্যতামূলক আইনও, সেই সমস্ত ব্যক্তিদের আটকাতে হবে এবং সমস্যা সম্পর্কে সচেতন করে তুলতে হবে, মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) । ভারতে কেউ আইনের ঊর্দ্ধে নয়, এমনকী, নেতারাও, এদিন জাতির উদ্দেশে ভাষণে বললেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা লক্ষ্য করেছি যে, মানুষের সামাজিক ও ব্যক্তিগত আচরণে আবহেলা রয়েছে। হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, মাস্ক পরা, সামাজিক দূরত্ব বিধি মনে চলা এবং করমর্দন না করা...সেগুলি আর কঠোরভাবে পালন করা হচ্ছে না। এটা চিন্তার বিষয়। এটা খুবই গুরুতর বিষয়, আমাজদের সুনিশ্চিত করতে হবে, যে এগুলি মেনে চলা হচ্ছে কিনা”।
গত কয়েক সপ্তাহে বেড়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্তের সংখ্যা ৫.৬ লক্ষেরও বেশি এবং মৃতের সংখ্যা প্রায় ১৭,০০০ জন।