সম্প্রতি নিজের হাতে সিঙারা রান্না করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।
হাইলাইটস
- লকডাউনের অবসরে নিজের হাতে সিঙারা বানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
- স্কটমোসা নামে সেই ছবি টুইট করেন স্কট মরিসন। উল্লেখ করেন নরেন্দ্র মোদিকে
- লকডাউন মিটলে সেই সিঙারা চেখে দেখার বার্তা প্রধানমন্ত্রীর
নয়া দিল্লি: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিঙারা সহযোগে জলযোগ করতে চান ভারতের প্রধানমন্ত্রী। লকডাউনের জন্য এখন বাইরে বসে খাবার ও গল্পগুজব নিষিদ্ধ। তাই এই অবসরে নিজের রান্নাঘরে জনপ্রিয় ভারতীয় পদ সিঙারা বানালেন স্কট মরিসন। স্কো-মোসা নামে সেই পদ টুইটারে শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। সেই পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও উল্লেখ করেন তিনি। টুইটে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিস লিখেছেন; "স্কটমোসাস, আমের চাটনি সঙ্গে। পুরোটাই আমার রান্নাঘর থেকে।"সেই টুইটে জবাব দিতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন; "ভারত মহাসাগর দ্বারা সংযুক্ত। ভারতীয় সিঙারা দ্বারা ঐক্যবদ্ধ। দেখে বেশ লোভনীয় লাগছে। যখন আমরা করোনা নামক শত্রুর বিরুদ্ধে জয়ী হবো, তখন একসঙ্গে বসে সিঙারা-সহ জলযোগ করবো।"
জানা গিয়েছে; চার জুন ইন্দো-অস্ট্রেলিয়া ভিডিও বৈঠকের সূচি রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করতে সেই বৈঠক। দেখুন সেই টুইট:
Connected by the Indian Ocean, united by the Indian Samosa!
Looks delicious, PM @ScottMorrisonMP!
Once we achieve a decisive victory against COVID-19, we will enjoy the Samosas together.
Looking forward to our video meet on the 4th. https://t.co/vbRLbVQuL1
— Narendra Modi (@narendramodi) May 31, 2020
পাশাপাশি প্রতিরক্ষা; বাণিজ্য ও কৌশলগত স্তরে একাধিক চুক্তি স্বাক্ষরের পথ তৈরি করতে এই বৈঠক। এমনটাই দাবি নয়াদিল্লি সূত্রে।