This Article is From Jul 27, 2020

কলকাতা, নয়ডা, মুম্বইতে আইসিএমআর সেন্টার উদ্বোধনে পিএম! উপস্থিত তিন সিএম

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮,৮৫, ৫৭৭ জন। মোট মৃতের সংখ্যা ৩২ হাজার পেরিয়েছে

কলকাতা, নয়ডা, মুম্বইতে আইসিএমআর সেন্টার উদ্বোধনে পিএম! উপস্থিত তিন সিএম

তিনটি শহরে আইসিএমআর কেন্দ্রের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। (ফাইল)

নয়াদিল্লি:

কলকাতা, মুম্বই ও পয়সায় আইসিএমআর কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল এই সরকারি অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হয়। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, এই সেন্টার উদ্বোধন হলে বাড়বে পরীক্ষার বহর। আর পরীক্ষার বহর বাড়লে সংক্রমণ দ্রুত চিহ্নিত হবে আর চিকিৎসার সুযোগ বাড়বে। একটা বিবৃতি জারি করে পিএমও বলেছে, "এই তিনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কেন্দ্র আইসিএমআর-নয়ডা, আইসিএমআর-মুম্বই আর আইসিএমআর-কলকাতায় দশ হাজার নমুনা পরীক্ষা প্রতিদিন করা যাবে।" 

এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক হর্ষ বর্ধন উপস্থিত ছিলেন। এদিকে প্রায় একদিনে ৫০ হাজার সংক্রমণ দেশে। এই সংখ্যা ধরে দেশে মোট সংক্রমিত ১৪ লক্ষ পেরলো। মোট সক্রিয় সংক্রমণ ৪,৬৭, ৫৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮,৮৫, ৫৭৭ জন। মোট মৃতের সংখ্যা ৩২ হাজার পেরিয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.