Coronavirus: করোনা ভাইরাসের কারণেই বাংলাদেশ সফর স্থগিত করলেন প্রধানমন্ত্রী (ফাইল চিত্র)
হাইলাইটস
- করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে বাংলাদেশেও, তাই সফর বাতিল করলেন মোদি
- মুজিবুর রহমানের স্মরণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর
- বাংলাদেশ সরকার আপাতত ওই অনুষ্ঠান স্থগিত করেছে
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী সপ্তাহে বাংলাদেশে (Bangladesh) যাওয়ার কথা থাকলেও সেই দেশে করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণের কারণে আপাতত সফর পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানাল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী মোদিকে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে আমন্ত্রণ জানান। কিন্তু এই অনুষ্ঠানটিই স্থগিত করে দেওয়া হয়েছে, তাই প্রধানমন্ত্রীর (Narendra Modi) বাংলাদেশ সফরও আপাতত স্থগিত রাখা হল। "বাংলাদেশ সরকার আমাদের জানিয়েছে যে এই স্মরণ অনুষ্ঠানটির নতুন তারিখ নির্ধারণের পরে জানিয়ে দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে প্রধানমন্ত্রীর আগামী সপ্তাহের বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়া হল", জানায় বিদেশমন্ত্রক।
ভারতীয় বিদেশমন্ত্রক আরও জানিয়েছে যে করোনা ভাইরাস মোকাবিলায় ভারত বাংলাদেশকে সব রকম সাহায্য করতে প্রস্তুত। গত বছরের ডিসেম্বরে চিন দেশের উহান থেকে এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, এখনও পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ৩,০০০ জনের মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাসের জেরে “মুজিব বর্ষ”-এর উদ্বোধন স্থগিত করল বাংলাদেশ
সোমবারই জানা যায় যে, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতেই আপাতত শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, আগামী ১৭ মার্চ উদ্বোধন হওয়ার কথা ছিল মুজিববর্ষের। ওই দেশে তিনজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ মেলায় এই সিদ্ধান্ত নিয়েছে ওপার বাংলা। ১৭ মার্চ ঢাকা প্যারেড গ্রাউন্ডে বিশাল অনুষ্ঠানের মাধ্যমে মুজিব বর্ষের অনুষ্ঠানের উদ্বোধন হওয়ার কথা ছিল, একবছর ধরে সেই অনুষ্ঠান চলার কথা, বিভিন্ন দেশের প্রচুর অতিথিতে আমন্ত্রণ জানানো হয় ওই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে, আমন্ত্রিতদের তালিকায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
দেশে করোনা আক্রান্ত ৪৩, কেরলে আক্রান্ত ৩ বছরের শিশু, জম্মু-কাশ্মীরে ১ মহিলা
রবিবার করোনা ভাইরাসের তিনটি মামলা শনাক্ত করে বাংলাদেশ সরকার। ইতালি থেকে দু'জন ওই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ফেরার সময় তাঁদের থেকে আরও একজনের শরীরে সংক্রামিত হয় ভাইরাস।
এদিকে ভারতে এখনও পর্যন্ত ৪৭ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। প্রধানমন্ত্রী মোদি গত সপ্তাহে জানিয়ে জেন যে এই মারণ ভাইরাসের বিস্তার রোধে তিনি হোলি উপলক্ষে আয়োজিত কোনও অনুষ্ঠানে অংশ নেবেন না।