প্রধানমন্ত্রী মোদি দুই দিনের সফরে তাঁর নিজের রাজ্যে এসে প্রায় ৩০ মিনিট সময় তিনি কাটিয়েছেন মায়ের সঙ্গে
আহমেদাবাদ: দু'দিনের জন্য গুজরাট ভ্রমণে (PM Modi's Gujarat Visit) গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সেই সুযোগেই নিজের মায়ের সঙ্গেও দেখা করে এসেছেন মোদি। সোমবার সন্ধ্যায় আহমেদাবাদের একটি সমাবেশে বক্তব্য রাখার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সমাবেশে নিজের বক্তব্য রাখার পরে সোমবার আহমেদাবাদের রায়সান গ্রামে নিজের মায়ের সঙ্গে দেখা করতে সময় বের করেন তিনি (PM Modi Visits His Mother Hiraba)।
ফিরে আসুক ঘন্টার সঙ্গে আজানের সুর, পুলওয়ামাতে মন্দির সংস্কারে হাত মেলালেন কাশ্মীরি মুসলিমরা
মোদির মা হীরাবা মোদি (Narendra Modi's Mother Hiraba Modi) ওই গ্রামেই থাকেন। তাঁর সঙ্গে থাকেন প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদি। গুজরাটের রাজধানী গান্ধীনগরের কাছে অবস্থিত ওই গ্রামেই দু'জন বাস করেন।
প্রধানমন্ত্রী মোদি দুই দিনের সফরে তাঁর নিজের রাজ্যে এসেছেন। অল্প সুযোগ বের করতে পেরেছেন নিজের মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও। দুই দিনের মধ্যে প্রায় ৩০ মিনিট সময় তিনি কাটিয়েছেন মায়ের সঙ্গে।
মোদি ভারতকে একেবারে দুর্নীতি মুক্ত করেছেন, দাবি যোগী আদিত্যনাথের
মায়ের কাছে যাওয়ার আগে অবশ্য প্রধানমন্ত্রী মোদি রায়সানের কাছেই অবস্থিত বিখ্যাত ঢোলেশ্বর মহাদেব মন্দির পরিদর্শন করেন। সোমবার শিবরাত্রি হওয়ায় প্রধানমন্ত্রী পুজো দেন, শিবলিঙ্গে জল ঢালেন। আজ গুজরাটেই মোদি অন্য দুই জায়গায় সফরে যাবেন।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)