This Article is From Mar 24, 2020

"করোনা মানে কেউ বাড়ির বাইরে বেরবেন না", প্রধানমন্ত্রীর ১০টি উক্তি

"একটা পা লক্ষ্মণরেখা মানে দরজার বাইরে দিলে এই সংক্রমণকে আপনি ঘরে ডেকে আনবেন", বলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়া দিল্লি: "একটা পা লক্ষ্মণরেখা মানে দরজার বাইরে দিলে এই সংক্রমণকে আপনি ঘরে ডেকে আনবেন", বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ১০টি উক্তি:

  1. করোনা মানে কেউ বাড়ির বাইরে বেরবেন না। 
     

  2. একটা পা লক্ষ্মণরেখা মানে দরজার বাইরে দিলে এই সংক্রমণকে আপনি ঘরে ডেকে আনবেন।
     

  3. মঙ্গলবার মধ্যরাত থেকে দেশজুড়ে আগামী ২১ দিনের জন্য সম্পূর্ণ লক ডাউন।
     

  4. মনে রাখবেন, জীবন থাকলে বাকি সবকিছু ।
     

  5. অভিন্ন স্বার্থে দেশ ঐক্যবদ্ধ হতে পারে, একদিনের জনতা কার্ফু করে দেখিয়েছে ।
     

  6. এই সংক্রমণ প্রতিরোধের একমাত্র দাওয়াই সামাজিক দূরত্ব বজায়। একে অপর থেকে দূরত্ব বজায় ।
     

  7. সামাজিক দূরত্ব মানে শুধু সংক্রমিতদের জন্য নয়, সবার জন্য। এমনকি প্রধানমন্ত্রীর জন্য। .
     

  8. একটা ছোট ভুলের জন্য অকল্পনীয় দাম দিতে হতে পারে।
     

  9. করোনা সংক্রমণ রোধে কেন্দ্র ১৫ হাজার কোটি বরাদ্দ করেছে ।
     

  10. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জোগান প্রতুল রাখতে কেন্দ্র সব ব্যবস্থা নিয়েছে ।



Post a comment
.