This Article is From Jul 28, 2019

একি! ৮৫ বছরের জেনকে বনমানুষের মতো কেন মাথায় হাত বুলিয়ে আদর করলেন হ্যারি?

না হয় বনমানুষ নিয়েই দিন কেটেছে তাঁর। তা বলে, বয়সের প্রায় দ্বিগুণ বড় জেন গুডলকে মাথায় হাত বুলিয়ে আদর করবেন প্রিন্স হ্যারি!

একি! ৮৫ বছরের জেনকে বনমানুষের মতো কেন মাথায় হাত বুলিয়ে আদর করলেন হ্যারি?

প্রিন্স হ্যারি আর জেন গুডল একে অন্যের মাথায় হাত বুলিয়ে শুভেচ্ছা জানান

না হয় বনমানুষ নিয়েই দিন কেটেছে তাঁর। তা বলে, বয়সের প্রায় দ্বিগুণ বড় জেন গুডলকে (primatologist Jane Goodall) বনমানুষদের মতো মাথায় হাত বুলিয়ে ('chimpanzee greeting) আদর করবেন প্রিন্স হ্যারি (Prince Harry)! সেটাই তো হল। দেখে মনে হচ্ছিল, যেন বনমানুষকেই আদর করছেন প্রিন্স। সেই ভিডিও ভাইরাল হতেই দুনিয়া হতবাক! পরে জেনও হ্যারির মাথায় একই ভাবে হাতি বুলিয়ে আদর করেন। এবং খবর, জেনই নাকি হ্যারিকে এভাবে আদর করতে বলেছিলেন! মানব সভ্যতার রীতির বাইরে গিয়ে, একেবারে 'বুনো কায়দায়' এই শুভেচ্ছা বিনিময় সত্যিই এক অন্য জগতে পৌঁছে দিয়েছে নেটিজেনদের। 

এমন অদ্ভুত সৌজন্য বিনিময়ের ভিডিও শেয়ার হয়েছে সাসেক্স রয়্যাল প্রিন্স আর মেগানের অফিসিয়াল ইনস্টাগ্রামে। 

ভিডিও-য় দেখা গেছে একে অন্যকে জড়িয়ে ধারার আগে জেনের মাথায় হাত বুলিয়ে চাপড়ে দেন হ্যারি! তারপর আলিঙ্গন করেন। এবং এই নির্দেশই নাকি জেন দেন হ্যারিকে। অগত্যা, মানতে বাধ্য তিনি।

"এই নাচ আর এই শুভেচ্ছা বিনিময় নাকি প্রথম যখন তাঁদের দেখা হয়েছিল তখন হ্যারিকে শিখিয়েছিলেন জেন" ইনস্টার ক্যআপশনে এমনটাই লেখে রাজ পরিবার।

আপনার-আমার যতই অদ্ভুত লাগুক, ইতিমধ্যেই সেই ভিডিও ২ লক্ষ লোকের শুভেচ্ছা কুড়িয়েছে।

"ভীষণ মিষ্টি" লিখেছেন এক নেটিজেন। "দেখে খুব ভালো লাগছে" বলেছেন আরেক জন।

Click for more trending news


.