গত 4 অগস্ট রাত 10:15 মিনিট নাগাদ দ্বিতীয় তলার অফিসে আগুন লেগে যায়
কলকাতা: দক্ষিণ কলকাতার বিখ্যাত প্রেক্ষাগৃহ প্রিয়া’র ভবিষ্যত এখনও ঝুলেই রইল। কয়েকদিন আগেই এই প্রেক্ষাগৃহে আগুন লেগে গিয়েছিল। কিন্তু এই প্রেক্ষাগৃহের ভবিষ্যত কী? তার জবাব দিতে গিয়ে হলের মালিক অরিজিৎ দত্ত বলেন যে তিনি এখনও তা নিয়ে নিশ্চিত নন। ভবিষ্যতে কি এটিকে সিঙ্গল স্ক্রিন হিসেবেই ব্যবহার করা হবে, নাকি অন্য কোনও ব্যবসার কাজে লাগানো হবে তা নিয়ে এখনও আলোচনা চলছে। প্রিয়া এন্টারটেনমেন্টসের মালিক অরিজিৎ দত্ত আরও বলেন, তাঁর কাছে প্রিয়া নতুন করে খোলার জন্য অজস্র অনুরোধ আসছে সমাজের বিভিন্ন অংশ থেকে। “আমার পরিবারের লোকজন, বন্ধুবান্ধব সকলেই চাইছেন আমি যেন নতুন করে এই ষাট বছরের পুরনো সিনেমা হলটিকে খুলি। এর সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। গত কয়েক দশকে বহু বিখ্যাত বাংলা ছবির বিশেষ স্ক্রিনিং হয়েছে এই হলে। কিন্তু, কী করা হবে শেষপর্যন্ত, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি”, বলেন তিনি।
গত 4 অগস্ট রাত 10:15 মিনিট নাগাদ দ্বিতীয় তলার অফিসে আগুন লেগে যায়। ওই সময় একটি সিনেমা চলছিল। বেশ কিছু দর্শকও ছিল। আগুন লেগে যাওয়ার খবরে দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে তাদের মধ্যে। যদিও, তাদের প্রত্যেককেই হল থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছিল।