হাইলাইটস
- অবশেষে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা গান্ধি
- নিজেকে দাদা এবং মায়ের লোকসভা কেন্দ্রের মধ্যেই আটকে রেখেছিলেন
- পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্ব সামলাবেন মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী
অবশেষে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করলেন প্রিয়াঙ্কা গান্ধি। কংগ্রেসে বড় পদ পেলেন রাজীব- তনয়া। তাঁকে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়ে দলের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে।
তাঁকে দলে নিয়ে এসে এবং উত্তরপ্রদেশের আংশিক দায়িত্ব দিয়ে সে রাজ্যে নিজেদের সংগঠনের ধার বাড়াচ্ছে কংগ্রেস। মায়া- অখিলেশের জোটের পর সংগঠনের ধারা বাড়ানোর ইঙ্গিতই দিয়েছিলেন সভাপতি রাহুল গান্ধি।
আরও পড়ুনঃ “হাততালি দেবেন না! দিদি বারণ করেছে।” বাংলায় বিজেপির সমাবেশে বললেন অমিত শাহ
কংগ্রেস নেতাদের মনে হচ্ছে এই পদক্ষেপের ফলে মায়া- অখিলেশের উপর চাপ বাড়ল। একই সঙ্গে জানা গিয়েছে দলের হয়ে পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্ব সামলাবেন মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
এদিকে গত কয়েকদিন ধরে প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বডরা দাবি তাঁকে হেনস্থা করছে বিজেপি সরকার। হরিয়ানার কয়েকটি জমির লেনদেন নিয়ে তাঁকে জেরা করছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
এরই মধ্যে দলে আনুষ্ঠানিক ভাবে প্রবেশ করলেন ইন্দিরা। বিভিন্ন নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর একাধিকবার প্রিয়াঙ্কাকে সামনে নিয়ে আসার দাবি উঠেছে দলের অন্দরে। তবে নির্দিষ্ট সময়ের অপেক্ষায় ছিলে কংগ্রেস হাইকমান্ড। অবশেষে দলে প্রবেশ করলেন তিনি।