উত্তরপ্রদেশে প্রথম সফর করার পর নিজের টুইটার অ্যাকাউন্ট খুললেন প্রিয়াঙ্কা গান্ধী।
নিউ দিল্লি: কংগ্রেস নতুন সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সোমবার যোগ দিলেন টুইটারে। তারপরই অজস্র মানুষ প্রায় মুহূর্তে ফলোয়ার হয়ে গেলেন তাঁর। মাত্র ১০ ঘন্টার মধ্যে ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে গেল ১ লক্ষ। টুইটারে প্রিয়াঙ্কা গান্ধীর প্রথম দিনের এই তুমুল জনপ্রিয়তাকে তামিল সুপারস্টার রজনীকান্তের জনপ্রিয়তার সঙ্গে একাসনে বসিয়ে কংগ্রেস নেতা শশী থারুর বললেন, “সোশ্যাল মিডিয়া তার নতুন মহাতারকাকে পেয়ে গেল”। প্রসঙ্গত, কংগ্রেসের নেতাদের মধ্যে একদম প্রথমদিকে যাঁরা টুইটারে যোগ দিতে শুরু করেছিলেন, তাঁদের মধ্যে শশী থারুর অন্যতম উল্লেখযোগ্য নাম। শুধু তাই নয়, রাহুল গান্ধীর ঠিক পরেই যে কংগ্রেস নেতা টুইটারে সবথেকে বেশি জনপ্রিয়, তাঁর নামও শশী থারুর।
আরও পড়ুনঃ মোদীর শরীরী ভাষায় বদল এসেছে, ব্যাঙ্গের সুরে দাবি রাহুলের
তিনি বলেন, রজনীকান্ত হলেন একমাত্র ব্যক্তি যিনি টুইটারে আসার ২৪ ঘন্টার মধ্যেই তাঁর ফলোয়ারের সংখ্যা ছাড়িয়ে যায় ২ লক্ষ। সেই জায়গা থেকে দেখতে গেলে একটা কথা বলতেই হয়, মাত্র ১২ ঘন্টারও কম সময়ের মধ্যে যেভাবে ১ লক্ষের বেশি ফলোয়ার চলে এসেছে প্রিয়াঙ্কা গান্ধীর টুইটার অ্যাকাউন্টে, তাতে টুইটার এক নতুন মহাতারকাকেই পেয়ে গেল!
সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে উত্তরপ্রদেশে প্রথম সফর করার পর নিজের টুইটার অ্যাকাউন্ট খুললেন প্রিয়াঙ্কা গান্ধী।
তাঁর টুইটারে আগমন নিয়ে কংগ্রেসে সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকেও টুইট করা হয়। যাতে বলা হয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীও টুইটারে চলে এলেন। তাঁকে আপনারা @priyankagandhi অ্যাকাউন্টে ফলো করতে পারেন।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)