This Article is From Nov 18, 2018

জোকা আইআইএমের প্রথম মহিলা অধিকর্তা হচ্ছেন অঞ্জু শেঠ

ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার নতুন অধিকর্তা হলেন অধ্যাপক অঞ্জু শেঠ। আজ জোকার এই শিক্ষাপ্রতিষ্ঠানের  চেয়ারপার্সন অব বোর্ড অব গভর্নর শ্রীকৃষ্ণ কুলকার্নি এই কথা ঘোষণা করেন।

Advertisement
অল ইন্ডিয়া

জোকা আইআইএমের প্রথম মহিলা অধিকর্তা হতে চলেছেন অঞ্জু শেঠ

নিউ দিল্লি:

ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট কলকাতার নতুন অধিকর্তা হলেন অধ্যাপক অঞ্জু শেঠ। আজ জোকার এই শিক্ষাপ্রতিষ্ঠানের  চেয়ারপার্সন অব বোর্ড অব গভর্নর শ্রীকৃষ্ণ কুলকার্নি এই কথা ঘোষণা করেন। অধ্যাপক অঞ্জু শেঠ নিজেও এই প্রতিষ্ঠানেরই ছাত্র ছিলেন। তিনি তাঁর পিএইচডি শেষ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে। এবং, তারপর গত ২৫ বছর ধরে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে গিয়েছেন। ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বর্তমানে যুক্ত রয়েছেন তিনি৷ তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়াতেন। তাঁর শিক্ষকতা ও গবেষণার কেরিয়ারে দেশবিদেশের বহু সম্মান ও পুরস্কারও পেয়েছেন তিনি। 

বিজেপি 'গেমচেঞ্জার' নয়, ওরা হল 'নেম চেঞ্জার', বললেন মমতা।

বহু শিক্ষামূলক জার্নালের সম্পাদকীয় বোর্ডেও রয়েছেন অঞ্জুদেবী। গত কয়েকবছর ধরে ভারতের একাধিক নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি কোনও না কোনওভাবে। 

শ্রীকৃষ্ণ কুলকার্নি বলেন, "অঞ্জু শেঠের মতো অধ্যাপককে পেয়ে আমরা গর্বিত"।

প্রসঙ্গত,  জোকা আইআইএমের প্রথম মহিলা অধিকর্তা হতে চলেছেন তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement
Advertisement