Propose Day: ম্যাসেজের সাহায্যে জানান নিজের মনের কথা
হাইলাইটস
- আজ কাউকে জানাতে চান নিজের মনের কথা?
- নিজের কাছের মানুষের হাতে গোলাপ তুলে দিয়েই শুরু হয় ভ্যালেন্টাইন সপ্তাহ
- এই দিন, যুগলরা একে অপরকে নিজের মনের কথা জানান
নয়া দিল্লি: Propose Day: 'রোজ ডে' (Rose Day) বা নিজের কাছের মানুষের হাতে গোলাপ তুলে দিয়েই শুরু হয় ভ্যালেন্টাইন সপ্তাহ (Valentine Week)। এর দ্বিতীয় দিনে আসে 'প্ৰপোজ ডে' (Propose Day) অর্থাৎ নিজের মনের কথা জানবার পালা। এই দিন, যুগলরা একে অপরকে নিজের মনের কথা জানান, ভাগ করে নেন অনুভূতির কথা। যাইহোক, আপনি নিশ্চয়ই আপনার সঙ্গিনীকে ভালোবাসেন ভীষণ। কিন্তু মুখ ফুটে বলতে পারেন না কিছুতেই। আপনি একা নন, এমন অনেকেই আছেন আপনার দলে। যাঁদের বুক ফাটে কিন্তু মুখ ফোটে না। আপনাদের সবার জন্য আজকের দিন। সপ্তাহ জুড়ে প্রেম দিবসের (Valentine's Day) দ্বিতীয় দিন প্রপোজ ডে (Propose Day)। আপনি এবং আপনার মতো আরও যাঁরা আছেন তাঁদের মুখে নয়, ভালোবাসার কথা লিখে পাঠানোর সুযোগ করে দিচ্ছে NDTV। নানা স্বাদের শুভেচ্ছা নিয়ে এসেছে এই ম্যাসেজ গুলি----
চলার পথে সঙ্গী হও তুমি
একলা জীবনের সঙ্গী হও
প্রেমময় এই পৃথিবীর সঙ্গী হও তুমি
Happy Propose Day
আমার প্রেমের শেষটা ভারী অদ্ভুত
আমার প্রেমের শেষটা ভারী অদ্ভুত
হোয়াটআপও দিলনা সঙ্গ
বিয়ে পর্যন্ত মনের কথা থেকে গেল অব্যক্ত
Happy Propose Day
কিছুটা পথ হাঁটো আমরা সাথে
বলব মনের জমানো সব কথা
চোখের ভাষা পড়তে জানোনা তুমি
আজ ভাষা বলবে, মনের সব কথা
Happy Propose Day
চোখে চোখ রেখে দেখো
মনের ছন্দে তাল মিলিয়ে দেখো
পৃথিবীর সমস্ত খুশিতে ভরিয়ে দেব তোমার জীবন
একবার আমাকে ভালোবেসে তো দেখো
Happy Propose Day
চোখের ভাষা পড়তে জানো না তুমি
মনের কথা বলতে পারি না আমি
মনের কথা জানাবো কীভাবে তোমায়
থাকতে পারি না তোমায় ছাড়া,
সেকথা জানাব আজ তোমায়
Happy Propose Day
অনেক কথা বলতে চায় আমার এই মন
কিন্তু ভয়ে বলতে পারেনা সেকথা
আজ Propose Day -তে বলতে চাই
তোমাকে মনের না বলা সব কথা
Happy Propose Day
Click for more
trending news