কলকাতা /নিউ দিল্লী:
ত্রিলোচন মাহাতো, পুরুলিয়ার কুড়ি বছরের যুবককে নৃশংস ভাবে হত্যা করার জন্য প্রতিবাদে আজ সকাল থেকে বিজেপির গণ্যমান্য ব্যক্তিত্বরা দিল্লীতে এসে ধরনায় বসেছেন।
তাঁদের দুটি দাবি আছে : এই যুবককে সুবিচার দিতে হবে এবং ক্ষমতাসীন তৃণমূল দলের তীব্র নিন্দা করতে হবে।এখনও পর্যন্ত এই ঘটনাতে পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।
বাংলায়ও, বিজেপি পুলিশদের ঘেরাও করার আহ্বান জানিয়েছে। কলকাতার 2 টি প্রধান ধরনা দুপুর 2:30 এবং 3 টের সময় অনুষ্ঠিত হবে। উত্তর 24 পরগনা জেলার রাজ্যের বিজেপি সভাপতি প্রতিবাদ জানাবেন।
অমিত শাহ এবং বিজেপির নেতা কৈলাশ বিজয়ভারগিয়া উভয়ই এই ঘটনার জন্য তৃণমূল কর্মীদেরই দায়ী করেছেন।
পুত্রবধূর হাতে বৃদ্ধা শাশুড়ি নির্যাতিততৃণমূলের সংসদ সদস্য ও মমতা ব্যানার্জি পুরোপুরি এই ঘটনার দায় অস্বীকার করেছেন এবং তাঁরা সম্পূর্ণ রূপে বিজেপিকেই দায়ী করেছেন।
সম্প্রতি বাংলায় যে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয়েছিল তাতে বিজেপি তৃণমূলের কাছ থেকে বেশ কয়েকটি আসন ছিনিয়ে নিয়েছি।
ত্রিলোচনের বাড়ির কাছের একটা জঙ্গলে তার শরীর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।তার শরীর থেকে যে চিঠিটা পাওয়া গেছে তাতে স্পষ্ট লেখা ছিল যে, বিজেপি করার জন্যই তাকে খুন করা হল।
বলরামপুর ব্লকের বিজেপির দলিত নেতা পানো মাহাতোর ছেলে হল ত্রিলোচন মাহাতো।