This Article is From Oct 12, 2018

#MeToo : অভিযোগ শুনবে চার অবসরপ্রাপ্ত বিচারপতির কমিটি, জানালেন মানেকা

 মিটু (#MeToo) আন্দোলোনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার।

মিটু (#MeToo) আন্দোলোনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হল

হাইলাইটস

  • মিটু (#MeToo) আন্দোলোনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার
  • চার অবসর প্রাপ্ত বিচারপতিকে নিয়ে একটি কমিটি তৈরি হবে
  • অভিনেতা তনুশ্রী দত্ত এই মিটু আন্দোলনের সূচনা করেন
নিউ দিল্লি:

মিটু (#MeToo) আন্দোলোনের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার। নারী ও শিশু কল্যাণ  মন্ত্রী মানেকা গান্ধি জানিয়েছেন চার অবসরপ্রাপ্ত  বিচারপতিকে নিয়ে গঠিত কমিটি এ ধরনের অভিযোগের শুনানি করবেন।

 #MeToo -এর জের! AIB থেকে পদত্যাগ করলেন তন্ময় ভাটও

কেন্দ্রীয় মন্ত্রী শুক্রবার জানান, চার  অবসর প্রাপ্ত বিচারপতিকে নিয়ে একটি  কমিটি তৈরি হবে। সেই কমিটি সমস্ত অভিযোগ খতিয়ে দেখবে। সংবাদ সংস্থা এএনআই তিনি বলেন , ‘ প্রতিটি অভিযোগের নেপথ্যে যে দুঃখ আছে তা আমি বিশ্বাস করি।  মিটু আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রকের তরফে কমিটি  তৈরির সিদ্ধান্ত হয়েছে।’  

যৌন হেনস্থার অভিযোগ, বিদেশ সফর সংক্ষিপ্ত করছেন না এম জে আকবর

 এর  আগেও মন্ত্রী বলেছিলেন যৌন হেনস্থার অভিযোগ 10-15 বছর  বাদেও করা  যেতে  পারে।  একই সঙ্গে মিটু আন্দোলোন সম্পর্কেও সন্তোষ প্রকাশ করেন মানেকা। তিনি বলেন, সময়টা এখানে কোনও বিষয় নয়। অভিযোগ জানাতে  চাইলে রাস্তা আছে।                     

প্রাক্তন অভিনেতা তনুশ্রী দত্ত এই মিটু আন্দোলনের সূচনা করেন। এক দশক আগে  নানা পাটেকর তাঁকে হেনস্থা করেছিলেন বলে  তবুশ্রীর  দাবি।

.