This Article is From Mar 03, 2020

Pulwama Attack: “জঙ্গিদের অপ্যায়ন” করায় গ্রেফতার বাবা ও মেয়ে

২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পিছনে ষড়যন্ত্রের তদন্তে দায়িত্ব নিয়েছে এনআইএ

Pulwama Attack: “জঙ্গিদের অপ্যায়ন” করায় গ্রেফতার বাবা ও মেয়ে

২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান প্রাণ হারান (ফাইল)

শ্রীনগর:

গত বছর ফেব্রুয়ারিতে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় এক ব্যক্তি ও তাঁর মেয়েকে গ্রেফতার করল এনআইএ। পুলওয়ামা হামলায় (Pulwama Terror Attack) এক আত্মঘাতী বোমারু গাড়ি চালিয়ে ধাক্কা দিলে, ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয় বলে জানান আধিকারিকরা। তাদের দুজনের নাম তারিক এবং ইনশা, দুজনেই হেফাজতে নিতে জম্মু নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। ২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পিছনে ষড়যন্ত্রের তদন্তে দায়িত্ব নিয়েছে এনআইএ, সিআরপিএফ কনভয়ে গাড়ি চালিয়ে এসে হামলা চালায়  জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গি আদিল আহমেদ ডর, মৃত্যু হয় ৪০ জন সিআরপিএফ জওয়ানের।

ডরের শেষ ভিডিওটি প্রকাশ করেছিল জইশ-ই-মহম্মদ, তারা পাকিস্তান থেকে ভিডিওটি প্রকাশ করে জঙ্গি হামলার পরেই, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় তাদের বাড়ি থেকে ভিডিওটি শ্যুট করা হয়েছিল।

.