This Article is From Feb 15, 2019

Pulwama Attack: মধ্যপ্রদেশের শহিদের পরিবারকে এক কোটি টাকা আর সরকারি চাকরির ঘোষণা কমলনাথের

রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথ অশ্বিনীর হত্যার ঘটনার নিন্দা জানিয়ে এই শহিদের পরিবারকে এক কোটি টাকার আর্থিক সহায়তা এবং পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন।

Pulwama Attack: মধ্যপ্রদেশের শহিদের পরিবারকে এক কোটি টাকা আর সরকারি চাকরির ঘোষণা কমলনাথের

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ

ভোপাল:

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় সন্ত্রাসবাদী হামলায় শহিদ জওয়ানদের মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের জবলপুরের অশ্বিনী কুমার কচ্চিও। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কমলনাথ অশ্বিনীর হত্যার ঘটনার নিন্দা জানিয়ে এই শহিদের পরিবারকে এক কোটি টাকার আর্থিক সহায়তা এবং পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী কমলনাথ জম্মু ও কাশ্মীরে পুলওয়ামা জেলায় এই সন্ত্রাসবাদী আক্রমণকে নারকীয়, বর্বরোচিত হত্যাকাণ্ড বলেছেন। শুক্রবার শহিদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তিনি টুইট করেছেন, “এই আক্রমণে জবলপুরের শহিদ অশ্বিনী কুমারের বলিদান আমরা ভুলব না। শহিদের পরিবারকে এক কোটি টাকা, একটি বাড়ি এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। এই দুঃখের মুহূর্তে আমরা তাঁদের পাশে রয়েছি।” 

পুলওয়ামায় শহিদ সেনাদের কফিন কাঁধে নিলেন রাজনাথ সিং

 

 

 

বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের জওয়ানদের উপর নারকীয় হামলায় ৪০ জনেরও বেশি জওয়ান শহিদ হয়েছেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান পুলওয়ামা হামলার বিষয়ে বলেছেন, “পুলওয়ামায় আমাদের নির্ভীক জওয়ানদের এই বলিদান বিফলে যাবে না। সন্ত্রাসবাদকে গোড়া থেকে উপড়ে না ফেলা অব্দি ভারত চুপ করে বসে থাকবে না।” 

“এবার নেতারা আসবেন, বড় বড় কথা বলবেন”, বলছেন নিহত জওয়ানের ক্ষুব্ধ কন্যা

পাক সন্ত্রাসবাদীদের এই হামলা নিয়ে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাকিস্তানের কাছ থেকে সর্বাধিক সহায়তাপ্রাপ্ত দেশের তকমা কেড়ে নেওয়া হবে, আন্তর্জাতিক স্তরেও বিচ্ছিন্ন করে দেওয়া হবে দেশটিকে হবে। প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে, এই ঘটনার কড়া সাজা পাবেই আতঙ্কবাদীরা।

পুলওয়ামার আক্রমণ নিয়ে কী বললেন মোদি? 

 

 

.