This Article is From Feb 16, 2019

কাশ্মীর হানার পাক সফরের দিন সংখ্যা কমিয়ে আনলেন সৌদি রাজপুত্র

কাশ্মীরের  পুলওয়ামার জঙ্গি  হামলার পর পাকিস্তান সফরে  কাটছাট করলেন সৌদি রাজপুত্র মহম্মদ বিন সলমন। সামনের শনিবার  সে দেশের বেশ কয়েকজন ব্যবসায়ীকে  নিয়ে পাকিস্তানে যাওয়ার কথা তাঁর।

১৭ তারিখ যে সৌদি বাণিজ্য সম্মেলন হওয়ার কথা  ছিল তা  বাতিল হয়ে গিয়েছে   

হাইলাইটস

  • পাকিস্তান সফরে কাটছাট করলেন সৌদি রাজপুত্র মহম্মদ বিন সলমন
  • সে দেশের বেশ কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে পাকিস্তানে যাওয়ার কথা তাঁর
  • মোটা অঙ্কের বাণিজ্যিক চুক্তির সম্ভবনা আছে সফরে
নিউ দিল্লি:

কাশ্মীরের  পুলওয়ামার জঙ্গি হামলার পর পাকিস্তান সফরে কাটছাট করলেন সৌদি রাজপুত্র মহম্মদ বিন সলমন। সামনের শনিবার  সে দেশের বেশ কয়েকজন ব্যবসায়ীকে  নিয়ে পাকিস্তানে যাওয়ার কথা তাঁর। মোটা অঙ্কের বাণিজ্যিক চুক্তির সম্ভবনা আছে সফরে। তবে  নিজের সফরের দিন সংখ্যা  কমিয়ে  নিলেন সলমন।  এখন শনিবারের বদলে  রবিবার  পৌঁছবেন রাজপুত্র। দিন  পরিবর্তনের কথা  একটি বিবৃতির মাধ্যমে  জানিয়েও দেওয়া  হয়েছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে চলা ইসলামাবাদ বোর্ড অফ  ইনভেসমেন্ট জানিয়েছে ১৭ তারিখ যে সৌদি বাণিজ্য সম্মেলন হওয়ার কথা  ছিল তা  বাতিল হয়ে গিয়েছে।

পুলওয়ামায় হামলার পর উঠছে বেশ কতকগুলি প্রশ্ন

পাকিস্তানের কাছে এই বিষয়টি নিশ্চয় এক বড়  ধাক্কা। গত  বছর অক্টোবর মাসে পাকিস্তানকে বড় অঙ্কের  ঋণ  দেওয়ার কথা  ঘোষণা করা হয়। পাশাপাশি  পাকিস্তানের বন্দর শহর গ্বাদারেও কিছু  বিনিয়োগ করার  কথা  বলেছিল সৌদি আরব। পাক  অধিকৃত কাশ্মীরের ওই এলাকা  দিয়ে অর্থনৈতিক করিডর নির্মাণের কাজ  শুরু করেছে  চিন। এ নিয়ে  নিজেদের তীব্র আপত্তির কথা  আগেই জানিয়েছে  ভারত। এরই  মধ্যে  জঙ্গি হামলার পর সফরের দিন সংখ্যা কমিয়ে দিলেন সৌদি রাজপুবত্র। এ ব্যাপারে  পাকিস্তানের বিনিয়োগ মন্ত্রী হারুন শরিফ  সংবাদ সংস্থাকে জানান এখন  সৌদি  আরব বিদ্যুৎ ক্ষেত্র নিয়ে ভাবছে। সরকারি স্তরের  পাশাপাশি ব্যক্তিগত ভাবেও কিছু  বিনিয়োগ আসতে  পারে।

গোয়েন্দা ব্যর্থতার জন্যই পুলওয়ামায় হামলা হয়েছে: মমতা

জঙ্গি হানার পর একাধিক দিক থেকে  পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে ভারত। দু'দশকের বেশি  আগে দেওয়া ‘মোস্ট ফেভার্ড নেশন'-এর তকমা ফিরিয়ে নিয়েছে দিল্লি। আর তাছাড়া  অন্য ভাবেও চাপ  বাড়ানো হবে বলে  সিদ্ধান্ত  হয়েছে। ঘটনা সম্পর্কে আন্তর্জাতিক মঞ্চেও সরব হবে দিল্লি। সে কাজ শুরু হয়েছে।

.