This Article is From Feb 14, 2019

এনডিএ আমলে ১৮ বার জঙ্গি হামলা, নীরব সরকার, প্রতিক্রিয়া কংগ্রেসের

IED Blast in Pulwama: কংগ্রেস বলে, এই নিয়ে “মোদী সরকারের আমলে ১৮ বার বড় ধরণের জঙ্গি হামলা হল”।

এনডিএ আমলে ১৮ বার জঙ্গি হামলা, নীরব সরকার, প্রতিক্রিয়া কংগ্রেসের

Pulwama IED Blast: সিআরপিএফ কনভয়ে হামলার ঘটনায় আহত জওয়ানদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক

নিউ দিল্লি:

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাল কংগ্রেস।সীমান্তে বারবার আক্রমণ নিয়ে সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন তুলল তারা।জম্মু কাশ্মীর জাতীয় সড়কে হামলায় শহিদ ২০ জন জওয়ান, আহতের সংখ্যা অন্তত ৪০ জন।

কংগ্রেস বলে, এই নিয়ে “মোদী সরকারের আমলে ১৮ বার বড় ধরণের জঙ্গি হামলা হল”।

দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, “ পাম্পোর, উরি, পাঠানকোট, গুরুদাসপুর, অমরনাথ, সুরজানপুর...তালিকার শেষ নেই। প্রত্যেকদিন পাকিস্তান আক্রমণ করছে।প্রত্যেকদিন যুদ্ধবিরতি লঙ্ঘন হচ্ছে, শুধুমাত্র জম্মু কাশ্মীরেই শহিদ হয়েছেন ৪০০ জওয়ান...তাও আমাদের সরকার নিশ্চুপ...আজকের সত্যটা হল, পাকিস্তান থেকে অপ্ররোচিত হামলার সম্মুখীন হচ্ছে ভারত”।

তিনি বলেন, “উরির পর থেকে এটা সবচেয়ে বড় হামলা।কিন্তু অসন্তোষ প্রকাশের কোনও সময় নেই মোদীজির। এখন তাঁর ৫৬ ইঞ্চির ছাতি কোথায় গেল”?

বৃহস্পতিবার ৩৫০ কেজি বিস্ফোরক ভর্তি স্করপিও গাড়ি নিয়ে জওয়ানদের কনভয়ে ঢুকে পড়ে জঙ্গিরা। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা সঙ্কটজনক।

উরি হামলার পর সীমান্তে জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল সেনাবাহিনী।

তবে বিষয়টি নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয় রাজনীতি।একে অপরের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করার অভিযোগ তোলে তারা।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, জঙ্গিদের “কাপুরুষোচিত” হামলায় তনি অত্যন্ত বিরক্ত। ট্যুইটে তিনি লেখেন, “শহিদদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি আমি”।

.