This Article is From Feb 20, 2019

জওয়ানের শেষকৃত্যে যোগদান করেছিলেন বিজেপি নেতার, সেখানে গিয়ে কী হল

কাশ্মীরে শহিদ জওয়ান অজয় কুমারের শেষকৃত্যে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী সত্যপাল সিং, উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং এবং মেরঠের বিজেপি নেতা রাজেন্দ্র আগরওয়াল, তব শেষকৃত্যের অনুষ্ঠানে জুতো পরে থাকায় ক্রুদ্ধ শহিদ জওয়ানের আত্মীয়রা।

বিজেপি নেতাদের বিরুদ্ধে অসংবেদনশীল ব্যবহারের অভিযোগ তুলেছেন জওয়ানের আত্মীয়রা

লখনউ:

সোমবার জম্মু কাশ্মীরে শহিদ জওয়ানের শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি নেতার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন জওয়ানের আত্মীয়রা।

কাশ্মীরে শহিদ জওয়ানের শেষকৃত্যে যোগ দেন কেন্দ্রীয়মন্ত্রী সত্যপাল সিং, উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং, এবং মেরঠের বিজেপি নেতা রাজেন্দ্র আগরওয়াল। তবে শেষকৃত্যের অনুষ্ঠানে তাঁদের জুতো পরে থাকতে দেখে রেগে যান শহিদ জওয়ানের আত্মীয়রা। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে, জওয়ানের আত্মীয় চেঁচাচ্ছেন এবং তাঁদের সংবেদনশীল হতে বলেন।

 

2ednoqno

 

 অনলাইনে শেয়ার করা একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, গল্প করছেন এবং হাসহাসি করছেন সত্যপাল সিং এবং রাজেন্দ্র আগরওয়াল।

পুলওয়ামার ঘটনাস্থলে কিছুদূরেই জইশ-ই-মহম্মদ জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে শহিদ হন ৪ জওয়ান, তাঁদের মধ্যে ছিলেন অজয় কুমার। গত সপ্তাহে পাকিস্তানি জঙ্গি সংগঠন হামলায় শহিদ হন জওয়ানরা।

পশ্চিম উত্তরপ্রদেশের মেরঠের বস্সি টিকরী গ্রামের বাসিন্দা বছর সাতাশের অজয় কুমার।তাঁর একটি ২ বছরের পুত্রসন্তান রয়েছে। ২০১১ সালে সেনাবাহিনীতে যোগ দেন তিনি এবং ২০১৫ সালে তাঁর বিয়ে হয়।

.