১৪ ফেব্রুয়ারি হামলায় শহিদ হন ৪০ জন জওয়ান (ফাইল)
নিউ দিল্লি: পুলওয়ামা হামলায় শহিদ ৪০ জওয়ানদের দেহের অংশের ভুয়ো ছবি অলাইনে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে সতর্ক করে দিল সিআরপিএফ।
নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে তারা লিখেছে, “দেখা যাচ্ছে, আমরা সবাই একসঙ্গে, সেই সময় ঘৃনা ছড়াতে সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি, আমাদের শহিদ জওয়ানদের দেহের অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে।এই ধরণের ছবি বা পোস্ট শেয়ার বা লাইক করবেন না”।
এই ধরণের কোনও তথ্য থাকলে তা webpro@crpf.gov.in-এ মেল করে জানানর আহ্বান জানিয়েছে সিআরপিএফ।
এই ধরণের কোনও তথ্য থাকলে তা to webpro@crpf.gov.in তে মেল করা জানাতে বলা হয়েছে
আধিকারিকরা জানিয়েছেন, খুব খারাপভাবে ছিন্নভিন্ন হয়ে যাওয়া ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে।এবং বাহিনীর আধিকারিকদের কাছে খবর আসার পরেই সতর্ক করে দেওয়া হয়।
জম্মু কাশ্মীরে মোতায়েন করা হয়েছে ৬১ ব্যাটেলিয়নের ৬৫,০০০ জওয়ান।আধা সামরিক বাহিনীর তরফে কাশ্মীরী পড়ুয়া সহ দেশের বিভিন্ন অংশের মানুষের কাছে ভুয়ো তথ্য না ছড়ানোর আবেদন করা হয়েছে।
তাদের তরফে সোশ্যাল মিডিয়ায়া লেখা হয়েছে, “কাশ্মীরী পড়ুয়াদের হেনস্তা করার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে।হেনস্তা সম্পর্কিত তথ্য খোঁজ খবর নেওয়া হয়েছে। এবং তা মিথ্যে বলেই জানা গেছে”।
আরও একটি পোস্টে তাদের তরফে লেখা হয়েছে, “ঘৃনা ছড়ানোর জন্যই এসব করা হচ্ছে।এই ধরণের ছবি ছড়াবেন না”।
তদন্তকারীরা মনে করছেন, ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীর জাতীয় সড়কের জওয়ানদের কনভয়ে ২০ কেজি শক্তিশালী আরডিএক্স নিয়ে গাড়ি চালিয়ে হামলা করেছে একজন জইশ-ই-মহম্মদ জঙ্গি।