தமிழில் படிக்க Read in English
This Article is From Feb 17, 2019

“আমার মনে আগুন জ্বলছে”: পুলওয়ামা হামলা নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

বিহারের একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী, সেখানেই সে রাজ্যের শহিদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

Advertisement
অল ইন্ডিয়া Posted by (with inputs from PTI)

আত্মঘাতী হামলায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(ফাইল)

নিউ দিল্লি :

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের শহিদ হওয়া নিয়ে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বললেন তাঁর হৃদয়ে আগুন জ্বলছে। বিহারের একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী, সেখানেই সে রাজ্যের শহিদ সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

বারাউনিতে একটি সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, “সঞ্জয় কুমার সিনহা এব রতন কুমার ঠাকুরকে আমি শ্রদ্ধা জানাচ্ছি”।

তিনি বলেন, “যাঁরা এখানে এসেছেন, তাঁদের আমি বলতে চাই, যে আগুন আপনাদের হৃদয়ে জ্বলছে, তা আমার হৃদয়েও জ্বলছে”।

Advertisement

জম্মু কাশ্মীর জাতীয় সড়কের ওপর দিয়ে ৭০ টি কনভয়ে যাচ্ছিলেন জওয়ানরা, সেই সময় তাঁদের ওপর গাড়ি নিয়ে হামলা চালানো হয়, এটাই কাশ্মীরে সবচেয়ে বড় হামলা।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটে লেখেন, “পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা নিন্দনীয়।আমি এই হামলার তীব্র নিন্দা করছি।আমাদের বীর নিরাপত্তা কর্মীদের বলিদান ব্যর্থ হবে না। শহিদ জওয়ানদের পরিবারের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে গোটা দেশ।আহতরা দ্রুত সু্স্থ হয়ে উঠুন”।

Advertisement

গত কয়েকদিন জনসভা এবং ট্যুইটে বলেন, হামলাকারীদের উপযুক্ত জবাব দেওয়া  হবে।

হামলার পরদিনই তিনি বলেন, হামলার পিছনে যারা রয়েছে তারা নিরাপত্তা কর্মীদের ওপর হামলা চালিয়ে অত্যন্ত ভুল করল।

Advertisement

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জবাব দেওয়ার দুটি রাস্তা রয়েছে। একদিকে, কূটনৈতিকভাবে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টা, সীমান্ত বাণিজ্যের মাধ্যমে আর্থিকভাবে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে দুর্বল করে দেওয়া।

৪০ টিরও বেশী দেশ জঙ্গি হামলার নিন্দা করেছে এবং মাশুদ আজাহারকে রাষ্ট্রসংঘের ঘোষিত জঙ্গি হিসাবে চিহ্নিত করতে আন্তজার্তিক মহলের কাছে আহ্বান জানিয়েছে ভারত।

Advertisement