This Article is From Feb 14, 2019

পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জম্মু কাশ্মীরের পুলওয়ামার অনবন্তীপুরায় সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা।শহিদ হন ৪০ জন জওয়ান, আহত বহু।

পুলওয়ামায় জঙ্গি হামলার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা:

জম্মু কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় জঙ্গি হামলার নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শহিদ জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে জম্মু কাশ্মীর জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছিন সিআরপিএফের কনভয়।সেই সময় আচমকাই বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলায় শহিদ হন ৪০ জন জওয়ান, আহত বহু। আহত জওয়ানদের দ্রুত শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়।

 

সিআরপিএফ কনভয়ে হামলার ঘটনায় নিন্দায় মুখর হয় রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে নিন্দা করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লেখেন, “আমারা আমাদের বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, আহতদর জন্য প্রার্থনা, তাঁরা দ্রুত আরোগ্য লাভ করুন”।

.