জম্মু কাশ্মীরের পুলওয়ামায় হামলায় প্রায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হন
নিউ দিল্লি: জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার তীব্র নিন্দা করল আমেরিকা, পাশাপাশি জানিয়ে দিল সন্ত্রাসবাদ দমনে ভারতের পাশেই থাকবে তারা।
জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের বাসে বিস্ফোরক বোঝাই এসইউভি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদ, শহিদ হন ৪০ জন জওয়ান, আশঙ্কা অবস্থায় চিকিৎসাধীন আরও অনেকে।
ভারতে আমেরিকার রাষ্ট্রদূত কেনেথ জস্টার ট্যুইটে লিখেছেন, “জম্মু কাশ্মীরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে আমেরিকা, ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা”।
তিনি বলেন, সন্ত্রাসবাদের মোকাবিল এবং দমনে ভারতের পাশে থাকবে আমেরিকা।
ছুটি কাটিয়ে কাজে যোগ দিতে যাচ্ছিলেন ২,৫০০-এর বেশী জওয়ান, মোট ৭৮ টি গাড়ির কনভয়ে যাচ্ছিলেন জওয়ানরা। জম্মু-কাশ্মীর জাতীয় সড়কে বিকেল সওয়া তিনটে নাগাদ অবন্তীপুরার কাছে তাঁদের ওপর হামলা চালায় জঙ্গিরা।
হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।