தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From Feb 25, 2019

শান্তি স্থাপনের সুযোগ দিন, মোদীর চ্যালেঞ্জের পর বার্তা দিলেন ইমরান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন পাঠানের সন্তান হলে  পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারের সঙ্গে অন্যায় হতে  দেবেন না  ইমরান খান। তাঁরা যাতে সুবিচার পান সেটা  তিনি দেখবেন

Advertisement
অল ইন্ডিয়া (with inputs from PTI)

ইমরানের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মোদী

Highlights

  • শান্তি স্থাপনের সুযোগ দিন ,মোদীর চ্যালেঞ্জের পর বার্তা দিলেন ইমরান
  • মোদী বলেছিলেন পাঠানের সন্তান হলে নিহতদের প্রতি সুবিচার করবেন ইমরান
  • এবার পাল্টা তাঁর উদ্দেশে বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
ইসলামাবাদ :

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন পাঠানের সন্তান হলে  পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারের সঙ্গে অন্যায় হতে  দেবেন না  ইমরান খান। তাঁরা যাতে সুবিচার পান সেটা  তিনি দেখবেন । এবার পাল্টা মোদীর উদ্দেশে  বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি বলেন, শান্তি স্থাপনের সুযোগ দিন। তাছাড়া  পুলওয়ামার   হামলা  সম্পর্কে যদি ভারত পাক যোগের প্রমাণ দিতে পারে তাহলে  ব্যবস্থা  নেবে  পাকিস্তান। কয়েক মাস আগে  সে  দেশের নির্বাচনে জিতেছেন ইমরান। প্রধানমন্ত্রীর আসনে বসার পর মোদীর সঙ্গে  কথা হয় তাঁর। আলোচনার এক জায়গায় মোদী বলেন, আমাদের গরিব মানুষের জন্য  কাজ করতে  হবে। এতে  সম্মত হয়ে ইমরান জানান তিনি পাঠানের পুত্র। কথা দিলে কথা রাখেন।  সেই সূত্র ধরেই ইমরানের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মোদী। শুধু তাই নয় রাজস্থানের একটি সভা থেকে  দিন  দুয়েক আগে  প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ সন্ত্রাস মোকাবিলায় গোটা  বিশ্ব এক ছাতার তলায় এসে  দাঁড়িয়েছে।  যারা সন্ত্রাসবাদকে  মদত না করে আমরা তাদের শেষ  করতে  চলেছি। ভারত এখন এক অন্য দেশ। এবারের যন্ত্রণা সহ্য করা  হবে না। '

শহিদ সেনা জওয়ান এবং আধিকারিকদের স্মৃতির উদ্দেশে তৈরি স্মারকের উদ্বোধন কালঃ মোদী

 

Advertisement

এরপর রবিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর একটি  বিবৃতি জারি করেছে বলে সংবাদ সংস্থা  পিটিআই জানিয়েছে। তাতে লেখা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী এখনও নিজের বক্তব্যে অনড়। দিল্লি যদি পুলওয়ামার সঙ্গে  পাকিস্তানের যোগ প্রমাণ করতে  পারে তাহলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ইসলামাবাদ।

গত  সপ্তাহেও একই কথা  বলেছিল পাকিস্তান। তবে ভারত বিষয়টিকে  দায় এড়িয়ে  যাওয়ার কৌশল হিসেবেই দেখছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়েছে  সবাই জানে মৌলানা মাসুদ আজাহার পাকিস্তানে থাকে। আর এই হামলার দায়  নিয়েছে  তার সংগঠন জইশ-ই- মহম্মদ। এর আগে  মুম্বই হামলার পরও পাক যোগের প্রমাণ ইসলামাবাদকে  ভারত  দিয়েছিল। কিন্তু এক দশকেরও বেশি সময় পেরিয়ে  যাওয়ার পরও কোনও ব্যবস্থা  হয়নি।  পাঞ্জাবের পাঠানকোটে হামলার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আর এবারও প্রমাণ  চেয়ে দায় এড়ানোর কৌশল নিয়েছে পাকিস্তান।

Advertisement
Advertisement