সিআরপিএফ-এর অফিসার মোহন লালের মেয়ের শেষ স্যালুট বাবাকে
হাইলাইটস
- কফিনে বন্দি সেনাদের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে
- বহু মানুষ ভিড় জমান মৃত সৈন্যদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য
- কফিনবন্দি দেহ পৌঁছয় জাতীয় পতাকায় মুড়ে
উন্নাও: শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে এসে পৌঁছায় জম্মু-কাশ্মীরের নিহত সেনাদের শবদেহ। কফিনে বন্দি সেই সব দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বহু মানুষ ভিড় জমান মৃত সৈন্যদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য। প্রত্যেকের চোখ ছিল জলে ভেজা। সেনাদের দেহ নিয়ে যাওয়ার পথ ছিল ফুলে ফুলে ঢাকা। তাদের কফিনবন্দি দেহ পৌঁছয় জাতীয় পতাকায় মুড়ে।
জঙ্গি হানায় শহিদ জওয়ান বাবলুর মৃত্যুর বিচার চাইছে উলুবেড়িয়া
উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা অজিত কুমার আজাদের দেহ তার পরিবারের হাতে পৌঁছায় সকাল সাতটা নাগাদ। ৩৫ বছর বয়সী অজিতের স্ত্রী এবং দুই মেয়ে রয়েছে। বাড়িতে সকলেই দিনভর শুধু তাঁর কথাই স্মরণ করছিলেন। প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজন সকলেই উন্নাওয়ের বাড়িতে জড়ো হন পরিবারের প্রতি সমবেদনা জানাতে।
বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে গঙ্গার ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয় সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়।
অজিত কুমার আজাদের বাড়ির সামনে ভিড়
উন্নাওয়ে অজিত কুমারের আজাদকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির জনতা
বেনারসে উমেশ যাদবকে শেষ শ্রদ্ধা জানাতে বহু মানুষ জড়ো হন সকাল সাড়ে আটটা নাগাদ। বেনারসের কাছে তোফাপুর গ্রামে তার বাড়িতে কফিনবন্দি দেহ পৌঁছলে জাতীয় পতাকা হাতে নিয়ে মৃত সৈনিককে নিজেদের অন্তরের শ্রদ্ধা জানাতে ছুটে আসেন সকলে।
রমেশ যাদবকে শ্রদ্ধাজ্ঞাপন
সিআরপিএফ এর সদস্য রহিতাশ লাম্বার দেহ জয়পুরের গোবিন্দপুরে পৌঁছায় সকাল ৮:৪০ নাগাদ। তার শহরের মানুষও এসে জড়ো হন একবার শেষ দেখা দেখতে।
রোহিতাশ লাম্বার মরদেহ পৌঁছায় তার বাড়িতে
অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মোহন লালও রোড ওপেনিং পার্টির তরফে ওই হাইওয়েতে কাজ করছিলেন। বিস্ফোরণে তারও মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী এদিন সকালে দেরাদুনে তার বাড়িতে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়ে আসেন।
শ্রদ্ধা জানাচ্ছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত
সব জায়গাতেই এ দিন শোনা যাচ্ছিল শুধু শোক, বিলাপ আর হাহাকার। বৃহস্পতিবার জম্মু-শ্রীনগর হাইওয়েতে ষাট কেজি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি বিস্ফোরণের মাধ্যমে জঙ্গিরা ৪০ জন সিআরপিএফ-কে হত্যা করে।
কাশ্মীর হানার পাক সফরের দিন সংখ্যা কমিয়ে আনলেন সৌদি রাজপুত্র
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, যারা এই হত্যালীলা চালিয়েছে তারা ‘বড় ভুল' করেছে এর জন্য তাদেরকে ‘বড় রকমের মূল্য' চোকাতে হবে। মন্ত্রী জানিয়েছেন সন্ত্রাস দমনের জন্য সেনা বাহিনীকে তাদের প্রয়োজনীয় স্বাধীনতা দেওয়া হবে।
আরও খবর দেখুন এখানে