This Article is From Feb 15, 2019

জঙ্গি হামলার দায় অস্বীকার পাকিস্তানের, বলল ''গুরুতর চিন্তার বিষয়''

পাকিস্তান এই ঘটনার দায় অস্বীকার করেছে, তাদের মতে, ''ভারতীয় মিডিয়া এবং সরকার কোনো রকম তদন্ত না করেই পাকিস্তানের সাথে এই হামলার নাম জুড়ে দিচ্ছে।''

জঙ্গি হামলার দায় অস্বীকার পাকিস্তানের, বলল ''গুরুতর চিন্তার বিষয়''

হাইলাইটস

  • পাকিস্তানের দায় অস্বীকার
  • জানিয়েছে, গুরুতর চিন্তা বিষয়
  • পাকিস্তান সরকার চিন্তা ব্যক্ত করেছে
নিউ দিল্লি:

জম্মু ও কাশ্মিরের পুলওয়ামায় (Pulwama IED Blast) জঙ্গি হামলায় যে সমস্ত সি আর পি এফ জওয়ানরা প্রাণ হারিয়েছেন, কিছুক্ষণের মধ্যে সেই তালিকা প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে সিআরপিএফ। আসলে কিছু জওয়ানদের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই এই নামি র তালিকা প্রকাশ করতে সময় লাগছে।  সূত্র মারফত প্রাপ্ত খবর অনুসারে ৪১ জন জওয়ান শহীদ হয়েছেন। যদিও আধিকারিক স্তরে ৩৭ জন জওয়ান শহীদ হয়েছেন বলে জানানো হয়েছে। অন্যদিকে পাকিস্তান এই ঘটনার দায় অস্বীকার করেছে, তাদের মতে, ''ভারতীয় মিডিয়া এবং সরকার কোনো রকম তদন্ত না করেই পাকিস্তানের সাথে এই হামলার নাম জুড়ে দিচ্ছে।'' কাশ্মীরের পুলওয়ামায় সংঘটিত জঙ্গি হামলা সম্পর্কে পাকিস্তান সরকার বলেছে, ''এটা গুরুতর চিন্তার বিষয়।'' পৃথিবীতে সংঘটিত যেকোনো হিংসাত্মক ঘটনার ক্ষেত্রেই পাকিস্তান চিরকাল নিন্দা করে এসেছে।  আরও জানিয়েছে যে, ''কোনো রকম তদন্ত ছাড়াই ভারতীয় সরকার ও মিডিয়া এই ঘটনার সাথে পাকিস্তানের নাম জুড়ে দিয়েছে, কিন্তু  এর জন্য পাকিস্তান কোনো ভাবেই দায়ী নয়।'' 

ইতিমধ্যে এই জঙ্গি হামলার বিষয়ে সারা ভারত পাকিস্তানের নিন্দায় সরব হয়েছে। পাকিস্তান যেভাবে আতঙ্কবাদীদের সহযোগিতা করছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছে ভারত।  এমনকি জঙ্গিদের নাম নিশ্চিহ্ন করার দাবি জানানো হয়েছে। কালকের ঘটনার জেরে আর কিছুক্ষণের মধ্যেই গোপন মিটিং সংঘটিত হতে চলেছে।  এই মিটিং শেষ করেই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ পুলওয়ামার উদ্দেশ্যে রওনা দেবেন।  তাঁর সাথে থাকবেন সিআরপিএফ-এর ডিজি।  এই হামলা সম্পর্কে সমস্ত তথ্য তিনিই প্রদান করবেন রাজনাথকে।  

বৈঠক শেষ হওয়ার পরে, প্রায় ১২ টা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী ও সিআরপিএফ-এর ডিজি শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানা যাচ্ছে। কালকের হামলায় শহীদ জওয়ানদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। তারপর একটা বিশেষ বিমানের দ্বারা সমস্ত শবদেহ গাজিয়াবাদ স্থিত হিন্ডেন এয়ার বসে নিয়ে আসা হবে। সেখান থেকেই তাদের শবদেহ পাঠানো হবে তাদের বাড়িতে।যতজন জওয়ান প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে উত্তরপ্রদেশের প্রায় ১০ থেকে ১২ জন। পাঞ্জাবের ৪ থেকে ৫ জন। অন্যান্য রাজ্যের এক-দু জন করে আছেন। 

 

.