স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে আজ কাশ্মীর যাচ্ছেন রাজনাথ।
হাইলাইটস
- কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
- জাতীয় নিরাপদ উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে
- দলীয় কর্মসূচি বাতিল করে আজ কাশ্মীর যাচ্ছেন রাজনাথ
নিউ দিল্লি: জঙ্গি হানার যোগ্য জবাব দেবে ভারত। এক বিবৃতি জারি করে এ কথা জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে তিনি জানান যারা যারা জড়িত তাদের কাউকে রেয়াত করবে না ভারত। রাজনাথ বলেন জঈশ ই- মহম্মদ আঘাত হেনেছে। আমরা দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, নিশ্চিন্ত থাকুন হামলার যোগ্য জবাব দেওয়া হবে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে আজ কাশ্মীর যাচ্ছেন রাজনাথ। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের থেকে জঙ্গিহানা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেবেন রাজনাথ।
ঠিক কেন এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখবেন তিনি। একই সঙ্গে আগামী দিনে জঙ্গি মোকাবিলায় কী পদক্ষেপ করা হবে তা নিয়েও আলোচনা হবে বৈঠকে। আগে ঠিক ছিল শুক্রবার বিহারে দলের কাছে যাবেন রাজনাথ কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। শুধু বিবৃতি জারি করা নয় কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে আলোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় নিরাপদ উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও তাঁর আলোচনা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গুবা কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীকে কয়েকটি তথ্য দিয়েছেন।
বিবৃতি জারির পাশাপাশি টুইট করেছেন রাজনাথ। তাতে তিনি লিখেন পুলওয়ামাতে মৃত দেওয়ান কে শ্রদ্ধা জানাই। ঘটনায় আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করি। হামলার খবর প্রকাশ্যে আসার অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, জওয়ানদের মৃত্যু ব্যর্থ হবে না।