This Article is From Feb 16, 2019

ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ডোভালের সঙ্গে কথা আমেরিকার মুখ্য নিরাপত্তা উপদেষ্টার

পাকিস্তানের প্রতি তাঁরা  যে স্পষ্ট বার্তা দিয়েছেন সেটাও জানান জন। হামলার পর থেকেই আমেরিকা  বলে  আসছে  সন্ত্রাসবাদকে  মদত দেওয়া বন্ধ করুক  পাকিস্তান

ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে ডোভালের সঙ্গে  কথা  আমেরিকার মুখ্য নিরাপত্তা উপদেষ্টার

আমেরিকা  বলে  আসছে  সন্ত্রাসবাদকে  মদত দেওয়া বন্ধ করুক  পাকিস্তান

হাইলাইটস

  • ভারতের আত্মরক্ষার অধিকার আছে বলে মনে করে আমেরিকা
  • অজিত ডোভালকে এ কথা জানিয়েছেন মার্কিন মুখ্য নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন
  • আমেরিকা বলে আসছে সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান
ওয়াশিংটন:

ভারতের আত্মরক্ষার অধিকার আছে  বলে  মনে  করে  আমেরিকা। জঙ্গি  হানায় ৪০ জনেরও বেশি সিআরপিএফ জওয়ানের মৃত্যুর  পর  মার্কিন মুখ্য  নিরাপত্তা উপদেষ্টা জন  বল্টন ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে  এ কথা জানিয়েছেন বলে খবর। ডোভালকে  ফোন  করে  শুক্রবার জন জানিয়েছেন, ভারতের আত্মরক্ষা অধিকার আছে বলে  আমেরিকা  মনে  করে। পরে  এ বিষয়ে সংবাদ সংস্থা পিটিআইকে  তিনি জানান  মোট  দু'বার ডোভালের সঙ্গে  তাঁর  কথা  হয়েছে। পাশাপাশি  পাকিস্তানের প্রতি তাঁরা  যে স্পষ্ট বার্তা দিয়েছেন সেটাও জানান জন। হামলার পর থেকেই আমেরিকা  বলে  আসছে  সন্ত্রাসবাদকে  মদত দেওয়া বন্ধ করুক  পাকিস্তান।

পুলওয়ামায় হামলার পর উঠছে বেশ কতকগুলি প্রশ্ন

জনের বক্তব্য প্রকাশিত হওয়ার আগে হোয়াইট  হাউজের  স্টেট সেক্রেটারি মাইক পম্পেও জানান সন্ত্রাসবাদকে শেষ  করতে  পাকিস্তানকে  উদ্যোগ নিতে  হবে।  টুইটারে মাইক লেখেন, সন্ত্রাস মোকাবিলায় আমরা ভারতের  পাশে  আছি। সন্ত্রাসবাদীরা যাতে  পাকিস্তানের মাটিকে ব্যবহার না  করতে পারে  তার ব্যবস্থা তাদেরকেই করতে  হবে। 

দিল্লি বিমানবন্দরে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, রাহুল গান্ধী

পাশাপাশি  ইসলামাবাদের  প্রতি কড়া বার্তাও  পাঠিয়েছে  হোয়াইট হাউজ। সেই  বার্তাতেও সন্ত্রাসবাদকিএ  খতম করার বার্তাই দেওয়া  হয়েছে। জঙ্গি হামলার অব্যবহিত  পরেই ঘটনার দায় স্বীকার করে জঈশ- ই- মহম্মদ। প্রথম  থেকেই ভারত দাবি  করে আসছে  এই ঘটনার নেপথ্যে আছে  পাকিস্তান।  তবে  পাক বিদেশ মন্ত্রকের দাবি হামলার সঙ্গে  পাকিস্তানের যোগ নেই।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.