This Article is From Dec 28, 2018

এলিয়েন দেখতে পেয়েছেন দাবি করে প্রধানমন্ত্রীকে মেল, এক ব্যক্তির

পুলিশ জানিয়েছে, তদন্তে জানা গেছে, বছর সাতচল্লিশের ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছেন

এলিয়েন দেখতে পেয়েছেন দাবি করে  প্রধানমন্ত্রীকে মেল, এক ব্যক্তির

মহারাষ্ট্র সরকারের কাছে মেল যেতেই পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়(ছবি প্রতীকি)

পুনে:

নিজের বাড়ির সামনে এলিয়েন দেখতে পেয়েছেন, দাবি করে প্রধানমন্ত্রীর দফতরে মেল করলেন এক ব্যক্তি। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তদন্তে জানা গেছে, ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছেন।

কোথরুর এলাকার বাসিন্দা বছর সাতচল্লিশের ওই ব্যক্তি প্রধানমন্ত্রীর দফতরে মেল করে জানান, নিজের বাড়ির সামনে তিনি এলিয়েন দেখতে পেয়েছেন। মেলটি মহারাষ্ট্র সরকারের কাছে পাঠায় প্রধানমন্ত্রীর দফতর। এরপরেই তদন্তের জন্য বিষয়টি যায় পুনে পুলিশের কাছে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দিন কয়েক আগে মেল প্রেরক ওই ব্যক্তির সন্ধান মিলেছে।

মুম্বইয়ের বহুতলে আগুন লেগে পাঁচ প্রবীণ নাগরিকের মৃত্যু

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "বছর খানেক আগে ওই ব্যক্তি মস্তিস্কে আঘাত পান। তারপরেই মানসিক ভারসাম্য হারান তিনি। মাস খানেক আগে নিজের বাড়ির সামনে একটি গাছে আলো দেখতে পেয়ে সেটিকে এলিয়েন মনে করেন"।

Kolkata Metro Fire: পাতাল- পথে আতঙ্কের রেশ এখনও কাটেনি

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি নিজেদের গ্রহ থেকে পৃথিবীতে তথ্য পাঠাচ্ছে এলিয়েন। বিষয়টির তদন্ত হওয়া উচিত বলে মনে করে প্রধানমন্ত্রীর দফতরে মেল করেন ওই ব্যক্তি। এমনকী, প্রধানমন্ত্রীর দফতরে মেল করার বিষয়টি তাঁর বাড়ির লোকেরাও জানতেন না বলে জানিয়েছে পুলিশ।

For more Pune news, click here

.